#🔴আজকের ভক্তি ভিডিও স্ট্যাটাস😀 #🔱মা দুর্গার পৌরণিক কাহিনী ২০২৫🔱 #😎আমার প্রিয় ভিডিও স্ট্যাটাস ❤ #🙏জয় মা দুর্গা🙏 #🪷 শুভ শারদীয়া ২০২৫🔱 নবদুর্গার মধ্যে ষষ্ঠ দেবি কাত্যায়নী রূপের পূজা নবরাত্রির ষষ্ঠ দিনে করা হয়। পৌরাণিক কাহিনি অনুসারে, মহর্ষি কাত্যায়নের কন্যা রূপে জন্ম নেওয়ার কারণে দেবীর এই নাম হয়। তিনি মহিষাসুর বধের জন্য দেবতাদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূতা হয়েছিলেন।
দেবী কাত্যায়নীকে সাধারণত চার হাতবিশিষ্টা এবং সিংহের পিঠে আসীনা রূপে কল্পনা করা হয়। তাঁর হাতে থাকে খড়্গ বা তরবারি, ঢাল, পদ্ম ফুল এবং এক হাতে থাকে অভয় ও বরদানের মুদ্রা। দেবী কাত্যায়নী ভক্তদের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ— এই চার ফল প্রদান করেন।
#happy #durgapuja
01:07

