#😍আমার পছন্দের স্টেটাস😍 #চায়ের সাথে গুড মর্নিং☕ #😀👫❤️🌹🍕☕চা ও সিঙাড়া সড়যোগে বাঙালির সান্ধ্য চায়ের আড্ডা 🍕☕👫🌹❤️😀# #🍏Fruit বাস্কেট🍏 ####শুভ সকাল,
এক কাপ চা
rj rita এর সাথে ## হানি তুলসী চা উপকরণ ঃ 2কাপ জল। 5 টে তুলসী পাতা। 1 ইঞ্চি আদা কুচি ।1 টেবিল চামচ হানি। 2 টেবিল লবঙ্গ। 1 চার চামচ গোল মরিচের গুঁড়ো। রান্নার নির্দেশ রেসিপিটি ঃ। প্রথমে সব উপকরণ একসঙ্গে সাজিয়ে রাখতে হবে। গ্যাস জ্বালিয়ে জল ভালো করে গরম করে নিতে হবে। জলে আদা গোলমরিচের গুঁড়ো ,লবঙ্গ ,তুলসী পাতা, দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল ফোটানো হলে জলেপাতা দিয়ে একটু ঢেকে রাখতে হবে। তারপর গ্যাস অফ করে দিতে হবে। একটা কাপে যা ঢেলে নিতে হবে ।হানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং কাপ প্লেট সাজিয়ে নিয়ে দুটো তুলসী পাতা দিয়ে গরম গরম পরিবেশন করো তা হবে।


