জীবনের মধ্যাহ্নে এসে যখন ভাবি বসে একা
স্মৃতির অতলান্ত হতে ভেসে আসে পুরনো দিনের কথা।
কত শত শৈশবের স্মৃতি নিয়ে কাটানো মধুর বেলা
হারিয়ে গেছে কত আজ সময় স্রোতে
বর্তমান হয়ে গেছে যা অতীতের হাতে
হৃদয় বিদ্ধ হয় শৈশবের পুরনো স্মৃতির তীরে
ইচ্ছে করে যেতে আবার শৈশবের পথে ফিরে|
এ ফেরা হবেনা অনন্তকাল
তবুও মনের মাঝে রয়ে যাবে এই ফেরার বাসনা চিরকাল। #শৈশব কাল #শৈশব 😥# #শৈশব চেতনা #শৈশব #শৈশব


