ShareChat
click to see wallet page
search
#আমার কবিতা #বাংলার কবিতা #😍আমার পছন্দের স্টেটাস😍 #😊সেরা কবিদের কবিতা✍️
আমার কবিতা - 07:29 %02 I "ll দিগন্তের ডাক প্রিয়ময় আলো যখন হারায় ধীরে নিবিড় নিশীথ নীরব ঘরে, মন বলে যায়, চলো যায় তব দূর গগনের সোনার দ্বারে|" শূন্য পথে দৃষ্টি রাখি_ কে যেন ডাকে, নীরব পাখি| ম্লান আকাশে জেগে উঠে ব্যাকুল বায়ু - হৃদয় ডাকে| বলে; "তুমি কে গো ও পথিক; ছায়া পেরিয়ে এসো চুপিচুপিতে; আলো হাতে রেখো আমারে আঁধার থেকে সেই দীপ্তিতে " বাতাস বয় শান্ত গলে, পল্লব কাঁপে দোলার ছলে| মনে হয়, কেউ এক পুণ্য বেণু বাজায় প্রভাতে প্রেমের তালে | 51ಗ, আমি শুধাই,  এত যে কে দিচ্ছে গো এমন আহ্বান?" চিরকালের_ সে তো অন্তর বলে, চেনা না হলেও আপন প্রাণ!" তবু যাই সে ছায়া ছুঁয়ে; আলো নামে তব স্নেহরূপে| আকাশ হাসে, তারা জ্বলেব আমি রই তব বীণার তালে | 07:29 %02 I "ll দিগন্তের ডাক প্রিয়ময় আলো যখন হারায় ধীরে নিবিড় নিশীথ নীরব ঘরে, মন বলে যায়, চলো যায় তব দূর গগনের সোনার দ্বারে|" শূন্য পথে দৃষ্টি রাখি_ কে যেন ডাকে, নীরব পাখি| ম্লান আকাশে জেগে উঠে ব্যাকুল বায়ু - হৃদয় ডাকে| বলে; "তুমি কে গো ও পথিক; ছায়া পেরিয়ে এসো চুপিচুপিতে; আলো হাতে রেখো আমারে আঁধার থেকে সেই দীপ্তিতে " বাতাস বয় শান্ত গলে, পল্লব কাঁপে দোলার ছলে| মনে হয়, কেউ এক পুণ্য বেণু বাজায় প্রভাতে প্রেমের তালে | 51ಗ, আমি শুধাই,  এত যে কে দিচ্ছে গো এমন আহ্বান?" চিরকালের_ সে তো অন্তর বলে, চেনা না হলেও আপন প্রাণ!" তবু যাই সে ছায়া ছুঁয়ে; আলো নামে তব স্নেহরূপে| আকাশ হাসে, তারা জ্বলেব আমি রই তব বীণার তালে | - ShareChat