‘অনসাইট স্লাজ ডিওয়াটারিং ভেহিকল’ কিনল পুরসভা, ডেনমার্কের মেশিনে কী কাজ হবে?
এই দুটি মেশিনের উদ্বোধন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের মেয়র পারিষদ দেবব্রত মজুমদার। কলকাতা পুরসভা সূত্রে খবর, এই দুটি মেশিনযুক্ত গাড়ি কেনার ক্ষেত্রে সমীক্ষা করা হয়। তাতে ফল মিলতেই কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।, বাংলার মুখ