সাইবার অপরাধ শাখায় যুগ্ম কমিশনার পদ, ছাড়পত্র দিল নবান্ন, বাড়তি নজরদারির গুরুত্ব
নতুন পদ সৃষ্টি করে কাজের গতি বাড়ানো সম্ভব বলেই মনে করছে প্রশাসন। পুলিশের নানা মামলায় প্রপার রিপ্রেজেন্টেশনের গাইডলাইন তৈরি, মামলা দ্রুত এগিয়ে যাতে যায় তার ব্যবস্থা করা এবং সেনসেটিভ কেস কেমন করে হ্যান্ডেল করা যায় সেগুলিই দেখবেন জয়েন্ট সিপি। আর একজন জয়েন্ট সিপি সাইবার ক্রাইম দেখবেন গুরুত্ব সহকারে।, বাংলার মুখ