ShareChat
click to see wallet page
search
#বাংলার কবিতা #কবিতা #আমার কবিতা
বাংলার কবিতা - এক অজানা পিপাসা আমি কে -Priyamoy আমি আমি? [ 9 প্রতিদিন তো দেখি আকাশ ভেসে যায় শালিকের মতো পৃথিবীর ঘূর্ণি ঘুরে চলে ক্লান্ত দুপুরে- নদীও জানে তার গন্তব্য, মেঘও জানে তার ভেসে যাওয়ার দিক= শুধু আমি? শুধু আমার হৃদয় অজানা! এই মুখ, এই চোখ- আয়নার জলে ঝুলে থাকা এক অপরিচিত ছবি- হয়তো কোনো পুরোনো জন্মের ধুলোবালি জমেছে তাতে হয়তো শৈশবের শীর্ণ কান্না;  হয়তো যৌবনের অকারণ অস্সথিরতা . কিন্তু মুখের রেখাগুলো বলে না~আমি কে! পথের ধারে দেখি ফুল ঝরে পড়ে, . ೩( _ দেখি পাখিরা ফেরে আমি ? ফিরবো কোথায়? কার অশ্রুর পরশে আমি অজানা ফুল হয়ে থাকি কার নীরব ভোরে আমি শুকিয়ে যাই রোজ? শুধু হেঁটে যাই- আমি মেঠোপথে, শহুরে ধোঁয়ায়, হৃদয়ের দিক হারিয়ে ফেলি ক্রমশ- আকাশ দেখে ভাবি, সেই নীলও কি আমায় জানে? নাকি আমি- একটা অনন্ত ভুলের ফলাফল, একটা বিস্মৃতির নাম? S. তবু হেঁটে ক্লান্ত সন্ধ্যায় নদীর ধারে দাঁড়াই. জানতে চাই কে আমি? হয়তো আমিও এক ঝরা পাতা; হয়তো এক চুপচাপ সুর- হয়তো এক বিন্দু আশার আলো- শুধুই বিস্মরণ | 521(1 এক অজানা পিপাসা আমি কে -Priyamoy আমি আমি? [ 9 প্রতিদিন তো দেখি আকাশ ভেসে যায় শালিকের মতো পৃথিবীর ঘূর্ণি ঘুরে চলে ক্লান্ত দুপুরে- নদীও জানে তার গন্তব্য, মেঘও জানে তার ভেসে যাওয়ার দিক= শুধু আমি? শুধু আমার হৃদয় অজানা! এই মুখ, এই চোখ- আয়নার জলে ঝুলে থাকা এক অপরিচিত ছবি- হয়তো কোনো পুরোনো জন্মের ধুলোবালি জমেছে তাতে হয়তো শৈশবের শীর্ণ কান্না;  হয়তো যৌবনের অকারণ অস্সথিরতা . কিন্তু মুখের রেখাগুলো বলে না~আমি কে! পথের ধারে দেখি ফুল ঝরে পড়ে, . ೩( _ দেখি পাখিরা ফেরে আমি ? ফিরবো কোথায়? কার অশ্রুর পরশে আমি অজানা ফুল হয়ে থাকি কার নীরব ভোরে আমি শুকিয়ে যাই রোজ? শুধু হেঁটে যাই- আমি মেঠোপথে, শহুরে ধোঁয়ায়, হৃদয়ের দিক হারিয়ে ফেলি ক্রমশ- আকাশ দেখে ভাবি, সেই নীলও কি আমায় জানে? নাকি আমি- একটা অনন্ত ভুলের ফলাফল, একটা বিস্মৃতির নাম? S. তবু হেঁটে ক্লান্ত সন্ধ্যায় নদীর ধারে দাঁড়াই. জানতে চাই কে আমি? হয়তো আমিও এক ঝরা পাতা; হয়তো এক চুপচাপ সুর- হয়তো এক বিন্দু আশার আলো- শুধুই বিস্মরণ | 521(1 - ShareChat