#শিক্ষা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের পাদদেশে ছোট্ট এক গ্রাম, জিলিং সেরেং। সেই গ্রামের এক আদিবাসী গৃহবধূ, মালতী মুর্মু—নিজের ২ মাসের সন্তানকে কোলে নিয়েই গড়ে তুলেছেন বিনামূল্যে একটি স্কুল।
২০২০ সালের লকডাউনে যখন শিশুরা পড়াশোনা ভুলে যাচ্ছিল, তখন মালতী নিজের ঘরকে স্কুল বানিয়ে ফেলেন। আজ প্রায় ৬০ জন ছেলেমেয়ে পড়ে তাঁর কাছে। বিদ্যালয় দূরে হওয়ায় গ্রামের ৮৫টি পরিবারের শিশুদের পড়াশোনার একমাত্র ভরসা হয়ে উঠেছেন তিনি।
প্রথমে স্বামীর আপত্তি ছিল, পরে তিনিও পাশে দাঁড়ান। কেউ খবর রাখেনি এই লড়াইয়ের, গত কয়েকদিন আগে সমাজসেবী দীল খান এই গল্প সবার সামনে আনেন।
মালতী এখন আর শুধু একজন মা নন, তিনি একটি প্রজন্ম গড়ার কারিগর.


