#বাংলা ও বাঙালি কোলকাতা 🙏জয় বাংলা🙏 #📰রাজ্যের আপডেট📰 #💐শুভ বৃহস্পতিবার #viral #সভা আর মিটিং মিছিল শহিদের রক্তস্নাত ভারত যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রীয় পতাকা উত্তোলন ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠিত হবে। সকল সহযোদ্ধাদের অনুরোধ করবো অবশ্যই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে।
স্থান: ট্যাংরা হাউসিং এস্টেট, ট্যাংরা
সময়: সকাল ৯:৩০ টা
যোগাযোগ : বিজয় ঘোষ
8013227324
পথনির্দেশকা:
১. পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে চিত্তরঞ্জন হাসপাতাল থেকে ধাপার অটো ধরে ট্যাংরা হাউসিং এ নামতে হবে।
২. শিয়ালদহ স্টেশন থেকে ট্যাংরা বৈশালীর অটো, বৈশালী নামতে হবে। সেখান থেকে মিনিট পাঁচেক হাটা পথ। নামতে হবে।
জয় ভারত ❤️❤️
জয় বাংলা ❤️❤️


