বিশ্বধর্ম দিবস উপলক্ষে ব্যবসার নতুন উদ্যোক্তাদের জন্য কিছু কথা (নতুন স্টাইল)
১) ব্যবসা শুরু করার আগে অন্তত ১ বছরের সংসার খরচ সাইডে রাখুন।
২) শুরুতে ভাবুন, আপনার কেউ নেই। ৫ বছর পর দেখবেন, অনেকেই আছে।
৩) বিপদে মানুষের আগে সৃষ্টিকর্তাকে ডাকুন, তিনিই আসল ভরসা।
৪) পুরনো ব্যক্তিত্ব ভুলে যান, নতুন আপনি তৈরি করুন।
৫) Ego ঝেড়ে ফেলুন, Ego থাকলে বড় হওয়া যায় না।
৬) প্রতিদিন নিজের স্কিল আপগ্রেড করুন।
৭) টাকার পেছনে না, কাজের পেছনে দৌড়ান।
৮) অবসর পেলেই হাঁটুন, মন পরিষ্কার রাখুন।
৯) স্বপ্নের পথে চলুন, কখনো হাল ছাড়বেন না।
১০) বিপদ আসবেই, আপনাকে আরও শক্ত বানাতে।
১১) সবার সাথে বিনয়ী থাকুন।
১২) কাজ না থাকলেও ভালো, তখন নিজের ভুলগুলো ঠিক করার সময়।
১৩) ধৈর্যই সবচেয়ে বড় পুঁজি।
১৪) গোসল আর ঘুম ঠিক রাখুন, না হলে শরীর ভেঙে পড়বে।
১৫) নিজেকে ভালোবাসুন, সৃষ্টিকর্তাকে হৃদয়ে রাখুন।
👉 এবার আপনি পারবেন।
👉 যারা পেরেছে, তারাও একদিন আপনার মতোই ছিল। #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise