আমিরে জামায়াত ডা.শফিকুর রহমান অফিসের ডেকোরেশন একদম প্রধানমন্ত্রী/রাষ্ট্রপতি অফিসের ডেকোরেশন এর মতো❤️
আমীরে জামায়াতের সঙ্গে স্পেনিশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তারা বাংলাদেশে
বিরাজমান সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এবং বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
ভবিষ্যতে বাংলাদেশের প্রতি স্পেনের দৃঢ় সমর্থন থাকবে। একই সাথে ভবিষ্যতে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ আরও বাড়বে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।#🥰লাভ goals❤ #💔একাকিত্ব জীবন💔 #💓আমার প্রেমের গল্প💞 #💖ভালোবাসা কোনো বাধা মানে না💑