অসম, গুজরাত, বিহারের মতো ডবল ইঞ্জিন রাজ্যে দুর্যোগ হলেই হাজার হাজার কোটি টাকার বন্যাত্রাণ। আর বাংলায় এত বড় প্রাকৃতিক বিপর্যয় হয়ে গেল, উত্তরবঙ্গে এত ক্ষতি হয়ে গেল, তবুও এক টাকাও দিল না মোদী সরকার।
আসলে বিজেপির সবটাই ভোট রাজনীতি। ভোট এলেই হাজারো প্রতিশ্রুতি, আর ভোটে হারলেই বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ। বছরের পর বছর বঞ্চনার শিকার আমাদের বাংলা।
তবুও আমরা উঠে দাঁড়াব, নিজের দমে। বাংলার মানুষ মাথা নত করবে না, ঠিক হক আদায় করে ছাড়বে আর বিজেপিকে বাংলা-ছাড়া করে ছাড়বে।
#ছি:ছি: বিজেপি #তিন বাটি শুভেন্দু #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #জয় বাংলা #📰রাজ্যের আপডেট📰
মানুষের বিপদে পাশে থাকেন দিদিই!
#MamataBanerjee 🔥 #জয় বাংলা #জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #তিন বাটি শুভেন্দু #ছি:ছি: বিজেপি
ভ্রাতৃ দ্বিতীয়ায় সবাইকে আমার শুভেচ্ছা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে, ঐতিহ্যর কণ্ঠে ছোট্ট নিবেদন- #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #📣টাটকা আপডেট📰 #জয় বাংলা
এই যে দেখুন দিল্লির জনগণ বিজেপিকে ভোট দিয়ে জিতিয়ে এখন নিজেরাই অসন্তোষ প্রকাশ করছে... এবং নিজেদের ভুল স্বীকার করে বলছে "আগে অ-বিজেপি শাসিত রাজ্যই ঠিক ছিল"!!
তিন মাস ধরে বাড়ির দরজার সামনে জল জমে আছে, কিন্তু চার ইঞ্জিনের সরকারের কেউ এই সমস্যার সমাধান করছে না..বিজেপিকে শুধু ভোটের সময় দেখা যায়, কাজের বেলায় নয়! এমনকি ক্ষোভের সঙ্গে বলছে "এবার তারা ছট পুজো বাড়ির সামনে জমে থাকা জলেই করবে"😂😂 #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #📣টাটকা আপডেট📰 #তিন বাটি শুভেন্দু #ছি:ছি: বিজেপি #জয় বাংলা
মমতা মানে মায়ের স্নেহ 💚🙏🏼
#MamataBanerjee 🔥 #📣টাটকা আপডেট📰 #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #জয় বাংলা #জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #📰রাজ্যের আপডেট📰
নৈহাটি বড়মা'র আশীর্বাদে সবার মঙ্গল হোক! দূর হোক বাংলা-বিরোধী অপশক্তি! বজায় থাক সুখ, শান্তি, সম্প্রীতি, প্রগতি।
জয় বড়মা! জয় বাংলা!
#boromaanaihati #naihatiboroma #জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় #জয় বাংলা #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #🌺শুভ কালীপুজো 2025🪔 #📣টাটকা আপডেট📰
দিঘা জগন্নাথ মন্দিরে পালিত হলো দীপাবলি উৎসব।🪔
#DighaJagannathTemple #Digha #জয় বাংলা #জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #📣টাটকা আপডেট📰 #📰রাজ্যের আপডেট📰
মা কালীর আরাধনায় মুখ্যমন্ত্রী মমতা দিদি। প্রতি বছরের মতো এবারও নিজের বাড়িতে গভীর ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করলেন পুজো। মহাআরতি, পুষ্পাঞ্জলি থেকে শুরু করে ভোগ রান্না— সবই করলেন নিজের হাতে, একান্ত আন্তরিকতায়।
#kalipuja #MamataBanerjee #Diwali #videos #📣টাটকা আপডেট📰 #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় #🌺শুভ কালীপুজো 2025🪔 #জয় বাংলা
রাজ্যবাসীর মঙ্গল কামনায় মা কালীর আরাধনা 🙏🏼🪔🌺
জয় মা কালী,
বাংলা-বিরোধী বিজেপিকে করো খালি!
#MamataBanerjee #AbhishekBanerjee #জয় বাংলা #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় #📰রাজ্যের আপডেট📰 #📣টাটকা আপডেট📰
#🌺শুভ কালীপুজো 2025🪔 #সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস #জয় বাংলা #📣টাটকা আপডেট📰 #ছি:ছি: বিজেপি কালীপুজোর শুভেচ্ছা!🌺
মায়ের আশীর্বাদে দূর হোক অন্ধকার, মুছে যাক অশুভ শক্তির ছায়া। মা কালীর শক্তি রুখে দিক বাংলা-বিরোধীদের সমস্ত চক্রান্ত! বিরাজ থাক বাংলার শান্তি, ঐক্য, প্রগতি!
জয় মা কালী!
জয় বাংলা!
#MamataBanerjee #KaliPuja #MaaKali 🔥