হেমন্ত এলে বাতাসে একটা অন্যরকম গন্ধ আসে,,, শুকনো পাতার,,, স্মৃতির,, আর অচেনা এক মায়ার,,,, গাছের ডালের পাতা যখন নীরবে ঝরে পড়ে- মনে হয় প্রকৃতি যেন চুপি চুপি গল্প লিখছে মাটির বুকে,,,, সেই ঝরা পাতার শব্দে লুকিয়ে থাকে,,, কোন না বলা কথার আফসোস,,,, আবার কখনো নতুন ভালবাসার সূচনা,,,, হেমন্তর এই নরম হাওয়ায়,,, মনটা অজান্তেই ভিজে ওঠে অচেনা আবেগে,,, হেমন্ত শেখায় ঝরা মানেই শেষ নয়,, পাতা ঝরে গাছ নতুন পাতা পায়,,,, আর ভালোবাসা হারিয়ে ও আবার ফিরে আসে অন্য রূপে,,, অন্য আলোয়,,, হেমন্তের হাতছানি মানেই প্রকৃতির কানে কানে বলা এক প্রেমের গল্প,,, ❤️❤️❤️ #🥰লাভ goals❤