#কবরের #প্রশ্ন..? #ইসলামেরকথা #ইসলামেরহাদিস
#😍আমার পছন্দের স্টেটাস😍
কবরে মুনকার ও নাকির নামের দুই ফেরেশতা মৃত ব্যক্তিকে তার রব কে, তার দ্বীন কী, এবং তার নবী কে—এই তিনটি প্রশ্ন করবেন। এই প্রশ্নগুলোর উত্তর প্রদানের মাধ্যমে মৃত ব্যক্তির কবরের জীবন নির্ধারিত হয়। নেককার ব্যক্তি সঠিক উত্তর দিতে পারলেও বদকার ও মুনাফিক ব্যক্তি তা পারে না, যা তাদের জন্য কবরের শাস্তি নির্ধারণ করে। এই বিষয়ে বর্ণিত হাদিসগুলো হলো বারা ইবনে আযিব, আনাস ইবনে মালেক, এবং আবু হুরায়রা (রা.)-এর হাদিস।
কবরের তিনটি প্রশ্ন
মুনকার ও নাকির ফেরেশতারা মৃত ব্যক্তিকে নিম্নোক্ত তিনটি প্রশ্ন করবেন:-
"তোমার রব কে?" (তোমার প্রতিপালক কে?)
"তোমার দীন কী?" (তোমার জীবনব্যবস্থা কী?)
"তোমাদের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছে তিনি কে?" (তোমার নবী কে?)
উত্তর ও ফলাফল
নেককার ব্যক্তি:-
সঠিক উত্তর দিয়ে কবরে শান্তি লাভ করবেন এবং তার কবর জান্নাতের বাগান হবে।
বদকার ও মুনাফিক:-
এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না এবং তাদের জন্য কবরে ভয়ংকর শাস্তি ও আজাবের ব্যবস্থা করা হবে।
ইয়া আল্লাহ কবরের সকল প্রশ্নের উত্তর যেনো আমরা তোমার বান্দা দিতে পারি, (in-sha-allah)
আমাদের তৌফিক দান করুন 🤲🏻♥️