
#anujpaul0007
@anujpaul0007
https://www.facebook.com/anuj.paul.79219?mibextid=
#🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
#Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭
জীবনে যদি আরেকটা সুযোগ পেতাম—
তবে কখনোই বড় হতে চাইতাম না…
কারণ বড় হওয়াটা সত্যিই একটা ফাঁদ।
ছোটবেলায় আমরা ভাবতাম,
বড় হলেই স্বাধীনতা আসবে—
নিজের ইচ্ছেমতো বাঁচবো,
নিজের মতো ভালোবাসবো,
কেউ থামাতে পারবে না।
কিন্তু বড় হতে হতে বুঝলাম—
স্বাধীনতার চেয়ে দায় বড়,
স্বপ্নের চেয়ে দায়িত্ব বড়,
হাসির চেয়ে চিন্তা বড় হয়ে যায়।
ছোটবেলায় কাঁদলে মানুষ কোলে তুলে নিত,
এখন কাঁদলে মানুষ বলে—
“এত ইমোশনাল হলে জীবন চলবে কী করে?”
ছোটবেলায় অভিমান ছিল একধরনের আদর পাওয়ার কৌশল,
বড় হয়ে অভিমান মানে—
দূরত্ব, ভুল বোঝাবুঝি,
আর ধীরে ধীরে সম্পর্কের দরজা বন্ধ হয়ে যাওয়া।
আমরা বড় হতে হতে
হিসেব শিখি,
চুপ থাকতে শিখি,
নিজের কষ্ট লুকিয়ে রাখতে শিখি।
যে মেয়েটা ছোটবেলায় পুতুল ভেঙে কেঁদে ফেলতো,
বড় হয়ে সে নিজের ভাঙা মন নিয়েও হাসতে শেখে।
যে ছেলেটা ছোটবেলায় হেরে গেলে রাগ করতো,
বড় হয়ে সে প্রতিদিন হেরে গিয়েও বলে— “আমি ঠিক আছি।”
বড় হওয়া মানে
ধীরে ধীরে নিজের ভেতরের শিশুটাকে হারিয়ে ফেলা।
যে বিশ্বাস করতো,
ভালোবাসা মানেই সারাজীবন,
মানুষ কথা দিলে তা রাখে,
হাত ধরলে ছাড়ে না…
কিন্তু বাস্তব বড় নিষ্ঠুর শিক্ষক।
সে শেখায়—
সবাই থাকে না,
সব ভালোবাসা শেষ পর্যন্ত পৌঁছায় না,
সব প্রতিশ্রুতি সত্যি হয় না।
তবুও আমরা বড় হই।
কারণ সময় আমাদের থামতে দেয় না।
বড় হতে হতে
বন্ধু কমে যায়,
হাসি কমে যায়,
কিন্তু চিন্তা বাড়ে।
একসময় যাদের সাথে ঘণ্টার পর ঘণ্টা গল্প হতো,
এখন তাদের সাথে কথা বলার আগে ভাবতে হয়—
“ও ব্যস্ত না তো?”
বড় হওয়া মানে
নিজের ইচ্ছেগুলোকে ড্রয়ারে ভরে রাখা,
আর অন্যের প্রত্যাশা পূরণ করতে করতে
নিজেকে একটু একটু করে ফুরিয়ে ফেলা।
আমি অনুজ এটা বুঝি—
বড় হওয়া আসলে বয়স বাড়া না,
বড় হওয়া মানে
মন ছোট হয়ে যাওয়া।
আমরা সাহস হারাই,
নির্ভারতা হারাই,
কারণ সমাজ আমাদের শেখায়—
“ভদ্র হও, চুপ থাকো, মানিয়ে নাও।”
কিন্তু কেউ শেখায় না—
কীভাবে নিজের ভাঙা হৃদয় জোড়া লাগাতে হয়।
বড়দের দুনিয়ায়
কেউ কাঁদলে বিরক্তি লাগে,
কেউ চুপ থাকলে ভুল বোঝা হয়,
কেউ বেশি ভালোবাসলে তাকে বোকা ভাবা হয়।
এই জন্যই হয়তো মাঝে মাঝে মনে হয়—
ইশ! যদি আবার সেই ছোট্ট সময়ে ফিরে যাওয়া যেত!
যেখানে ভালোবাসা ছিল সহজ,
অভিমান ছিল অল্প,
আর মন ভাঙলে
আকাশ ভেঙে পড়তো না।
বড় হওয়ার ফাঁদটা এমন—
এখানে সবাই শক্ত হওয়ার অভিনয় করে,
কিন্তু ভেতরে ভেতরে
প্রত্যেকে একটু করে ক্লান্ত,
একটু করে একা।
অনুজ মাঝেমাঝে ভাবে,
আমরা কি সত্যিই বড় হতে চেয়েছিলাম?
নাকি সময় আমাদের জোর করে বড় বানিয়ে দিয়েছে?
আজ যারা খুব হাসে,
তারা হয়তো একসময় খুব কেঁদেছিল।
আজ যারা কাউকে সহজে বিশ্বাস করে না,
তারা একসময় কাউকে ভীষণ বিশ্বাস করেছিল।
বড় হওয়া মানে
নিজের গল্প কাউকে না বলে
মনের ভেতর চাপা রেখে দেওয়া।
তাই যদি সত্যিই আরেকটা সুযোগ থাকতো—
আমি বয়সে বড় হতাম হয়তো,
কিন্তু মনটা বড় হতে দিতাম না।
ওই ছোট্ট, সরল, বিশ্বাসভরা মনটাই রেখে দিতাম…
যে মন এখনও ভাবে—
ভালোবাসা মানে হাত না ছেড়ে দেওয়া।
— অনুজ কুমার পাল
#বড়_হওয়া #জীবনের_ফাঁদ #মনখারাপ #ভালোবাসা #অভিমান #অনুভূতি #বাংলালেখা #HeartTouching #🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
#Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭
#🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
স্পর্শ যখন ভালোবাসা বহন করে, তার উষ্ণতা শুধু ত্বকে থামে না… তা নেমে যায় স্মৃতির গভীরতম কোণে, যেখানে মানুষ একা থাকলে নিজের হৃদয়ের শব্দ শুনতে পায়।
কারণ কিছু স্পর্শ শরীর ছোঁয় না, আত্মা ছুঁয়ে যায়।
কিছু হাত ধরা মানে শুধু আঙুলে আঙুল জড়ানো নয়—
ওটা এক নীরব প্রতিশ্রুতি,
“আমি আছি… ভয় পেও না।”
ভিড় বাসে দাঁড়িয়ে থেকেও
হাতের পিঠে হালকা ছোঁয়া পেলে
মনে হয়—
এই বিশাল পৃথিবীতে অন্তত একজন মানুষ আছে
যে তোমার কাঁপুনি টের পায়।
রাতের অন্ধকার ঘরে
হঠাৎ মনে পড়ে যায় সেই স্পর্শ—
কোনো এক বিকেলে চায়ের কাপ বাড়িয়ে দেওয়ার সময়
আঙুল ছুঁয়ে যাওয়া,
কিংবা বিদায়ের আগে
এক সেকেন্ড বেশি সময় ধরে হাত ধরা।
এই সামান্য মুহূর্তগুলোই পরে
জীবনের দীর্ঘতম স্মৃতি হয়ে যায়।
রবীন্দ্রনাথ লিখেছিলেন,
“স্পর্শে নয়, অনুভবে ভালোবাসা।”
কিন্তু যে একবার ভালোবাসার স্পর্শ পেয়েছে,
সে জানে—
অনুভব আর স্পর্শ
শেষ পর্যন্ত আলাদা থাকে না।
কারণ ভালোবাসার স্পর্শে কামনা থাকে না,
থাকে আশ্রয়।
থাকে এমন এক নিশ্চিন্ততা
যেখানে মানুষ নিজের ভাঙা দিকগুলোও লুকাতে চায় না।
একজন নারী যখন ভালোবেসে কারও কাঁধে মাথা রাখে,
সে শুধু ক্লান্তি নামায় না—
সে তার সারাদিনের যুদ্ধ,
অকথিত অপমান,
চাপা কান্না
সবকিছু নামিয়ে রাখে সেই কাঁধে।
একজন পুরুষ যখন প্রিয় মানুষটির চুলে হাত বুলিয়ে দেয়,
সে শুধু আদর করে না—
সে বলতে চায়,
“তুমি একা লড়ছ না… আমি আছি।”
ভালোবাসার স্পর্শে আগুন নেই,
তবু উষ্ণতা আছে।
ঝড় নেই,
তবু নিরাপত্তা আছে।
কোনো শব্দ নেই,
তবু হাজার কথা আছে।
আর এই স্পর্শটাই একদিন
মানুষকে বাঁচিয়ে রাখে—
যখন মানুষ দূরে চলে যায়,
যখন সম্পর্ক ভেঙে যায়,
যখন পাশে কেউ থাকে না…
তখনও মনে পড়ে—
“কেউ একদিন আমাকে এমনভাবে ছুঁয়েছিল
যেন আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান মানুষ।”
সেই স্মৃতি মানুষকে শেষ পর্যন্ত ভাঙতে দেয় না।
আমি অনুজ এটা বুঝি—
ভালোবাসা সবসময় পাশে থাকে না,
মানুষও থাকে না,
কিন্তু ভালোবাসার স্পর্শ
স্মৃতির ভেতর দিয়ে বহু বছর
ধীরে ধীরে উষ্ণতা ছড়াতে থাকে।
যে স্পর্শ সম্মান জানে না,
সে ভালোবাসা নয়।
যে স্পর্শ নিরাপত্তা দেয় না,
সে শুধু শরীর ছোঁয়, মন নয়।
ভালোবাসার স্পর্শ সবসময় অনুমতি চায়,
ধীরে আসে,
ধীরে ছুঁয়ে বলে—
“তুমি কি স্বচ্ছন্দ?”
আর ঠিক সেই জায়গাতেই
ভালোবাসা আলাদা হয়ে যায় পৃথিবীর বাকি সব চাওয়ার থেকে।
তাই কেউ যদি জীবনে
একবারও সত্যিকারের ভালোবাসার স্পর্শ পেয়ে থাকে,
সে কখনও পুরোপুরি নিঃস্ব নয়।
কারণ তার স্মৃতির ভেতর
এখনও একজোড়া উষ্ণ হাত অপেক্ষা করে—
তার একাকী রাতগুলোর পাশে বসে থাকার জন্য।
এই পৃথিবীতে সবাই ভালোবাসা পায় না,
কিন্তু যারা পায়—
তারা জানে,
একটা স্পর্শই কখনও কখনও
পুরো জীবনটার মানে বদলে দেয়।
মাঝরাতে হঠাৎ বুকের ভেতর যে হালকা ব্যথা ওঠে,
সেটা দুঃখ না—
সেটা কোনো এক হারিয়ে যাওয়া উষ্ণতার স্মৃতি।
আর সেই স্মৃতির ভেতরেই
ভালোবাসা চুপচাপ বেঁচে থাকে…
স্পর্শ হয়ে,
উষ্ণতা হয়ে,
অমলিন থেকে যায়।
— অনুজ কুমার পাল
#ভালোবাসা #স্পর্শ #অনুভূতি #মনখারাপ #স্মৃতি #বাংলালেখা #EmotionalWriting #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭
#🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐ #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
"স্বর্গের ঐশ্বরিক সুন্দরী কুমারীদের মধ্যে, আমি কেবল তোমাকেই চাই।'
মির্জা গালিব একবার লিখেছিলেন প্রেম নিয়ে এমনভাবে,
যেখানে ভালোবাসা শরীরের সীমা ছাড়িয়ে আত্মার ভেতর গিয়ে বাসা বাঁধে।
তিনি শিখিয়েছেন—
প্রিয় মানুষ মানে কেবল সৌন্দর্য নয়,
প্রিয় মানুষ মানে সেই হৃদয়
যার কাছে নিজের ভাঙাচোরা দিকটাও লুকাতে হয় না।
সেই শ্রদ্ধা রেখেই বলছি—
স্বর্গের ঐশ্বরিক সুন্দরী কুমারীদের ভিড়েও
আমার চোখ খুঁজে বেড়ায় শুধু একজন মানুষকে।
কারণ রূপ আমাকে টানে না,
আমাকে টানে সেই ক্লান্ত চোখ
যে সারাদিন শক্ত থাকার অভিনয় করে।
হয়তো স্বর্গের নারীরা নিখুঁত—
তাদের চোখের নিচে কালি নেই,
তাদের কণ্ঠে দম আটকে আসা দীর্ঘশ্বাস নেই,
তাদের গল্পে বিশ্বাসভাঙার দাগ নেই…
কিন্তু আমি যে মানুষকে চাই
তার হাসির ভেতরে লুকানো থাকে এক সমুদ্র চাপা কান্না।
কলকাতার ভিড় রাস্তায়
যে মেয়েটা বাসের জানালার বাইরে তাকিয়ে থাকে চুপচাপ,
হেডফোন কানে, কিন্তু গান শোনে না—
সে শুধু নিজের ভেতরের শব্দগুলোকে ঢাকতে চায়…
আমি তাকে চাই।
যে রাতে সবাই ঘুমিয়ে গেলে
মোবাইলের স্ক্রিনের আলোতে নিজের পুরোনো ছবি দেখে ভাবে,
“আমি কি সত্যিই কারও প্রিয়?”
আমি তাকে চাই।
কারণ স্বর্গের সৌন্দর্যে ইতিহাস নেই,
কিন্তু এই মেয়েটার চোখে গল্প আছে।
ভাঙনের গল্প।
অপেক্ষার গল্প।
নিজেকে শক্ত দেখানোর ক্লান্ত গল্প।
তুমি জানো,
যে মেয়ে হাজার কষ্ট চেপে রেখে বলে “আমি ভালো আছি”
সে মিথ্যে বলে না—
সে শুধু কাউকে বোঝা দিতে চায় না।
এই মেয়েটার ভেতরেই আমি স্বর্গ দেখি।
কারণ সে ভেঙেও ভালোবাসতে জানে।
অবিশ্বাস দেখেও বিশ্বাস করতে চায়।
অবহেলা পেয়েও কারও মাথায় হাত রেখে বলতে পারে,
“কিছু হবে না, আমি আছি।”
স্বর্গের কল্পনার রমণীরা হয়তো কখনও ক্লান্ত হয় না,
কিন্তু এই মেয়েটা হয়—
তবু থামে না।
কারও মা হয়ে, কারও মেয়ে হয়ে,
কারও প্রিয় মানুষ হয়ে—
নিজের কষ্টগুলো আলমারির ভেতর ভাঁজ করে রেখে দেয়।
আমি অনুজ এটা বুঝি—
ভালোবাসা মানে নিখুঁত কাউকে পাওয়া না,
ভালোবাসা মানে
একজন অসম্পূর্ণ মানুষকে বুকে টেনে নিয়ে বলা,
“তোমার ভাঙা অংশগুলোও আমার কাছে সুন্দর।”
স্বর্গ যদি দরজা খুলে বলে,
“এখানে চিরন্তন সৌন্দর্য, কোনো দুঃখ নেই”
তবু আমি ফিরিয়ে দেব।
কারণ দুঃখহীন সৌন্দর্যে গভীরতা নেই।
আমি চাই সেই মেয়েটাকে
যে চুপচাপ কাঁদে,
চুপচাপ সহ্য করে,
তবু কাউকে ভালোবাসলে পুরো হৃদয় দিয়েই ভালোবাসে।
তার চোখে জল আছে—
তাই তার ভালোবাসা সত্যি।
তার মনে ভয় আছে—
তাই তার হাত ধরা মানে দায়িত্ব।
স্বর্গের আলো ঝলমলে হতে পারে,
কিন্তু এই পৃথিবীর এক ক্লান্ত মেয়ের হাসি
তার চেয়েও পবিত্র।
তাই স্বর্গের ঐশ্বরিক সুন্দরীদের মাঝে নয়—
আমি খুঁজি সেই মানুষটাকে
যে ভাঙা মন নিয়েও ভালোবাসতে জানে।
যে নিখুঁত নয়,
কিন্তু সত্যি।
আর সত্যি মানুষকেই আমি চাই।
— অনুজ কুমার পাল
#ভালোবাসা #নারীর_মন #অনুভূতি #কলকাতার_মেয়ে #হৃদয়ের_কথা #EmotionalWriting #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭
✨ তুমি আমার সমস্ত সুখ ✨
জানো…
তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার ভীষণ অস্থির লাগে,
মনে হয় চারপাশের পৃথিবীটা শূন্য হয়ে গেছে।
দিনটা যত ব্যস্ততায় ভরা হোক,
মনটা তোমাকে না দেখলে একেবারে ফাঁকা লাগে।
যখন তোমার দিকে তাকাই,
মনে হয় পৃথিবীর সমস্ত সুখ আমারই কাছে।
তোমার চোখের গভীরতায় আমি খুঁজে পাই শান্তি,
তোমার হাসির আভায় গলে যায় আমার সব দুঃখ-কষ্ট।
তুমি বুঝতেও পারো না,
কতবার আমি ভেবেছি—
“যদি পৃথিবীটা ভেঙেও যায়,
তবু তুমি থাকলেই আমি বাঁচতে পারব।”
অনুজ ভাবে—
তুমি শুধু আমার,
আমার একান্তই নিজের মানুষ।
যেমন আকাশ তারার জন্য তৈরি,
নদী যেমন সমুদ্রের দিকে ছুটে যায়,
তেমনি তুমি আমার জন্যই।
আমি পাগলের মতো তোমায় ভালোবেসে যাবো,
ভালোবাসার প্রতিটি সুরে তোমার নাম জড়িয়ে নেবো।
তুমি পাশে থাকলেই আমার জীবন সম্পূর্ণ,
আর তুমি ছাড়া আমি কেবল এক অসম্পূর্ণ কবিতা।
#অনুজ #ভালোবাসা #তুমিইআমারপৃথিবী #চিরন্তনপ্রেম 🌹
#🎁 ShareChat Rewards⭐ #🎬আমার Acting ভিডিও🎭 #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise
❤️ **"মানুষ কখনো একা থাকতে ভয় পায় না…
ভয় পায় তখনই 💔
যখন নিজের সমস্ত ভালোবাসা 💞,
সমস্ত বিশ্বাস 🤝,
সমস্ত স্বপ্ন 🌸
কাউকে দিয়ে দেয়ার পর—
হঠাৎ একদিন শূন্য হয়ে যায়… 😔
কারণ তখন একা থাকা মানে শুধু নিঃসঙ্গতা নয়,
মানে হারিয়ে ফেলা সেই মানুষটাকে 💔
যার জন্য নিজের পুরো হৃদয় খুলে দিয়েছিল…"** ✨
— অনুজ
#ভালোবাসা #হৃদয়েরকথা #ভালোবাসারবেদনা #অনুজ #একাকীত্ব #মনকথা #বাংলাকবিতা #ভালোবাসারপোস্ট #Check My Account 👆 #earnmoney #fun #mostbet #moonrise #🎬আমার Acting ভিডিও🎭 #🎁 ShareChat Rewards⭐







