পাঁজরে চোট পেয়ে সিডনির হাসপাতালে ভর্তি, কবে মাঠে ফিরতে পারবেন শ্রেয়াস আইয়ার?
Shreyas Iyer's injury: এবারের অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) ওডিআই সিরিজে ভালো পারফরম্যান্স দেখালেও, শনিবার সিডনিতে (Sydney) তৃতীয় ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় পাঁজরে চোট পান শ্রেয়াস আইয়ার। তিনি এখন হাসপাতালে ভর্তি।