৫৯টি দেশে ভিসা লাগবে না, ভারতীয় পাসপোর্ট থাকলে বিদেশযাত্রা এখন আরও সহজ
Henley Passport Index: বিদেশ ভ্রমণ এখন আর স্বপ্ন নয়। বর্তমানে বিদেশে যাওয়ার সুযোগ অনেক উন্নত হয়েছে। ২০২৫-এর হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারতীয়রা মোট ৫৯টি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন। আগে ভারত ছিল ৮৫-তম স্থানে। একলাফে আট ধাপ এগিয়ে এসেছে ভারত।