দুর্গাপুজো ২০২৫: 'মুখ বুজে অত্যাচার সহ্য নয়, সরব হোক মেয়েরা,' থিমের মাধ্যমে বার্তা
Kolkata Durga Puja 2025: দুর্গাপুজোর সময় সারা বাংলাতেই নানা ধরনের শিল্পের ছোঁয়া দেখা যায়। শুধু নান্দনিকতাই নয়, থিমের মাধ্যমে সামাজিক বার্তাও দেওয়া হয়। এবার বাটানগরের কাছে মেহমানপুর রামকৃষ্ণ নগর সমিতির পুজোর তেমনই এক সামাজিক বার্তা দেখা যাচ্ছে।