একটা সময় দাঁড়িয়ে সয়ে যায় সব। সে মানুষের আসা হোক কী তোমার প্রিয় মানুষের চলে যাওয়া, কোনোকিছুই তোমার মনকে আর ক্ষতবিক্ষত করতে পারে না৷ শুধু একবার সয়ে গেলে, তুমি তাদের চলে যাওয়াটা হাসিমুখে মেনে নেবে। শুধু একবার সয়ে গেলে, কতকিছু ভীষণ সহজ হয়ে যায়। শুধু একবার সয়ে গেলে, কোনোকিছুই আর তোমায় ভিতর থেকে নাড়িয়ে তুলবে না। #😍আমার পছন্দের স্টেটাস😍 #আসছে 2️⃣0️⃣2️⃣6️⃣ ❄️ #🏏আমার প্রিয় ক্রিকেটার❤ #🌄প্রকৃতি ও পশু-পাখি প্রেমী🐕 #🙏Have a Good Day