— তুমিও একদিন আমায় মনে করবে.!
আমাকে এক নজর দেখার জন্য ছটফট করবে.!
আমার সাথে কথা বলার তৃষ্ণায় তোমার গলা
শুকিয়ে যাবে.!
হয়তো তোমার জীবনে ভালোবাসার মানুষের অভাব হবে না.!
কিন্তু আমার অভাবে একদিন তুমি মরিয়া হয়ে উঠবে.!
তখন সে যদি মহাবিশ্বের সমস্ত সুখ এনে দেয় তখন তবুও আমার অভাব পূরণ হবে না.!
তুমি সেদিন অনেক বেশি আফসোস করে পাগলের মতো আমায় খুঁজবে.!
আর তা তুমি ছাড়া আর কেউ বুঝতে পারবে না.!💔 #💔একাকিত্ব জীবন💔