ত্রিপুরার ২৪ বছরের তরুণ এঞ্জেল চাকমা ও তার ভাই মাইকেল পড়াশোনার উদ্দেশ্যে উত্তরাখণ্ডের দেরাদুনে গিয়েছিলেন।
একদিন বাজার করতে গিয়ে দু’জনই নৃশংস হামলার শিকার হন। মারধরের ফলে এঞ্জেল গুরুতর আহত হন এবং হাসপাতালে ভর্তি করা হয়।
১৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর
শেষ পর্যন্ত এঞ্জেল চাকমা আর ফিরে এল না।
পড়াশোনা করতে গিয়ে এভাবে একটি তরুণ প্রাণ ঝরে যাওয়া
শুধু একটি পরিবারের নয়,
পুরো সমাজের জন্যই গভীর লজ্জার বিষয়।
ন্যায়বিচার চাই।
ঘৃণার বিরুদ্ধে মানবতা চাই। 🕯️
#highlight #TopNews #Tripura #TripuraNews
#bongsontu #trendingreel #boy's❤break #📰দেশের আপডেট📰 #🎥 ফ্ল্যাসব্যাক ট্রেন্ডিং2️⃣0️⃣2️⃣5️⃣ #2️⃣0️⃣নতুন বছরের স্টেটাস2️⃣6️⃣ #✋🏻টা টা 2️⃣0️⃣2️⃣5️⃣