সারা ভারত শ্রীশ্রী গণেশ পাগল ভক্ত প্রতিনিধি সম্মেলন
--- অনন্ত দাস , মধ্যমগ্রাম
উত্তর ২৪ পরগনার হাবড়ার ( কুমড়া কাশিপুর ) হাজরাতলায় শ্রীশ্রী গণেশ পাগলের ভক্ত প্রতিনিধিরা একত্রিত হয়ে এক মহা সম্মেলনের আয়োজন করেছে । ১৬ ও ১৭ মার্চ এই ২ দিন ব্যাপী এই মহা সম্মেলন অনুষ্ঠিত হবে । পাগলের অন্যতম উত্তরসূরী ও বাংলাদেশের পোলসাইর আশ্রমের সভাপতি নকুল বৈরাগী এবং কদমবাড়ি আশ্রমের প্রধান পূজারী ও সম্পাদক অতুলানন্দ গোস্বামী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । অনুষ্ঠানটির প্রধান উদ্যোক্তা হলেন পাগলের উত্তরসূরী ভারতের আচার্য রতন পাগল ।
১৬ তারিখ সন্ধ্যায় প্রতিনিধি ভক্তদের উপস্থিতি , সন্ধ্যারতি এবং বন্দনা । ১৭ তারিখ সকাল ০৮ টায় প্রতিনিধিদের নাম নথিভুক্ত করা হবে । সকাল ০৯ টায় প্রার্থনা । ০৯ টা ১৫ মিনিটে পরিচিতি দান । ১০ টায় সাংগঠনিক আলোচনা ও ভবিষ্যৎ কর্মশালা নির্ধারণ । দুপুর ০২ টায় মধ্যাহ্নকালীন বিরতি এবং ০৩ টায় কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে । এই অনুষ্ঠানটির সম্পাদক ডা: প্রণব গোলদার । অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্য এবং বাংলাদেশে বসবাসরত গণেশ পাগলের ভক্তদের বিপুল সংখ্যক সমাবেশ ঘটবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন ।
( যোগাযোগ : ৬২৯৭৫ ৭২৩১১ / ৯৮৩১২ ৬৮০০০ / ৮৭৬৮৯ ১৮৫১৬ / ৯০৯৩৬ ০৮৯৩০ / ৮০১৬১ ৪১৪৮০ )
Dharma Dharmik News .
Call or WhatsApp : 84 8181 9981 .
You Can Follow dharmadharmik.in .
kora , Green Park , Madhyamgram , Kol - 130 .