#😍আমার পছন্দের স্টেটাস😍
মূর্খতার কোলাহলে শিক্ষিতরা কোণঠাসা,
আর সমাজ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে।
আজকের সমাজ যেন এক অদ্ভুত মঞ্চ—
যেখানে শব্দের আধিক্য, কিন্তু চিন্তার অভাব।
গুজবের আ'গুনে সত্য পু'ড়ে ছাই হয়ে যায়,
আর যুক্তিবাদী মানুষগুলো নীরবে সরে দাঁড়ায়,
কারণ এখানে যুক্তি নয়, চিৎকারই শক্তি।
যারা জানে, তারা সংযত।
আর যারা জানে না, তারাই সবচেয়ে উচ্চকণ্ঠ।
এই উল্টো স্রোতেই সমাজ হারাচ্ছে
তার বিবেক, তার দিশা, তার ভবিষ্যৎ।
এটাই নির্মম বাস্তবতা—
যে সমাজ জ্ঞানকে অবমূল্যায়ন করে,
তার পতন শুধু সময়ের অপেক্ষা।
তাই আজ প্রয়োজন সিদ্ধান্তের—
• সত্যের পাশে দাঁড়াও
• যুক্তিকে এগিয়ে নাও
• অজ্ঞতার বিরুদ্ধে আলো জ্বালাও
কারণ ঘন অন্ধকারে
সবচেয়ে ক্ষুদ্র আলোটাই
একটি নতুন ভোরের সূচনা করে।