-শ্রেষ্ঠ ভালোবাসা🫴🏻❤️🩹
(Samim Aktar)
কাবিতাটি তোমাকে উৎসরগো করলাম হে আমার না হওয়া প্রিয় তমা...♡ষ
সৌন্দর্য দেখে নয় তোমার চোখ জোড়া দেখে পড়োছিলাম তোমার ভালোবাসাই, নিজেকে পুরো হারিয়ে ফেলেছিলাম তোমাকে নিজের করে পাবার আশায়।
তুমি রূপবতী, তুমি গুণবতী ,তুমি মায়াবতী, তুমি অসীম সুন্দর চরিত্রের অধিকারী, তোমার এই নিখুঁত মায়াবী চরিত্রের প্রেমে না পড়ে কি আর আমি থাকতে পারি ?
মায়ের পরে জীবনে সবসময় আগলে রেখেছিলে তুমি, তোমার যত্নের কাঙাল নিজেকে বানিয়েছিলাম আমি।
ভালো বাসা শিখিয়ে দিয়ে তুমি আমাকে দিয়েছো মৃত্যুসম কষ্ট,আবার দুঃখ বলতে গেলে তুমী বলো করছি তোমার মাথা নষ্ট।
স্বাথপরতা করেছো তুমি, ভেঙে দিয়েছো আমার সকল আশা, তবুও সারাজীবন বলে যাবো তুমি আমার শ্রেষ্ঠভালোবাসা..!💔🥀
#😥one side love