#🌺মা কালীর পৌরাণিক কাহিনী🪔 #🌺মা কালীর পৌরাণিক কাহিনী🪔 মা কালীর পৌরাণিক কাহিনী প্রচলিত আছে যে, তিনি দেবী দুর্গার ক্রোধ থেকে আবির্ভূতা হন। মহিষাসুরকে বধ করার সময় অথবা রক্তবীজ নামক অসুরকে ধ্বংস করার সময় রাগের বশে দেবী দুর্গার কপাল থেকে কালী প্রকাশিত হন। কেরালা অনুযায়ী, শিবের তৃতীয় চক্ষু থেকে রাক্ষসদের বিনাশের জন্য তিনি আবির্ভূতা হয়েছিলেন।