দেবী পার্বতী মাটি ও ঘি দিয়ে গণেশকে তৈরি করেন। যখন তিনি স্নান করতে যান, তখন গণেশকে পাহারা দেওয়ার দায়িত্ব দেন। অন্য একটি কাহিনিতে বলা হয়েছে, শিব নিজের শরীর থেকে গণেশের জন্ম দিয়েছিলেন। পরে শিবের ক্রুদ্ধ হস্তক্ষেপে গণেশের মাথা কাটা পড়ে এবং পরে একটি হাতির মাথা জোড়া লাগানো হয়। #শুভ বুধবার #শুভ বুধবার #শুভ বুধবার #শুভ বুধবার #শুভ বুধবার