
Mîßtï
@misti_creation_12
❤️✿ভালোবেসে সবাই পাশে থাকুন পেজটি Follow করুন।✿❤️
#🙏ভক্তি ভজন🎵 #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #🥰লাভ goals❤ #হর হর মহাদেব #🙏Have a Good Day
#🙏ভক্তি ভজন🎵 #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #🙏Have a Good Day #🥰লাভ goals❤ #জয় শ্রী কৃষ্ণ
#💔একাকিত্ব জীবন💔 #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #😪মুড অফ 😫 #ইমোশনাল স্ট্যাটাস
🌸✨ গোপা অষ্টমীতে রাধারাণীর চরণ দর্শন 🤍🌸 আজ পবিত্র গোপা অষ্টমী — যেদিন শ্রীকৃষ্ণ প্রথমবার গোচারণে গিয়েছিলেন, আর বৃন্দাবনের সেই পবিত্র ভূমিতে রাধারাণীর চরণ পড়েছিল।
শ্রীকৃষ্ণের বাঁশির সুরে, রাধার স্নেহের ছোঁয়ায়, আজও বৃন্দাবনের বাতাসে ভেসে আসে সেই অমৃত প্রেমের সুবাস। 💫
এই দিনে আমরা স্মরণ করি রাধা কৃষ্ণের সেই অনন্ত প্রেমলীলা — যেখানে ভক্তি, প্রেম ও দয়া একত্রে মিলিত হয়েছে।।
হরে কৃষ্ণ 🌸 রাধে রাধে 💫
#😇আজকের Whatsappস্টেটাস 🙌 #🥰লাভ goals❤ #🙏ভক্তি ভজন🎵 #গোপাষ্টমী #জয় শ্রী কৃষ্ণ
#প্রাকৃতিক সৌন্দর্য #🙏Have a Good Day #🥰লাভ goals❤ #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #🌧️ বৃষ্টি ভেজা দিন🌧️
🙏#দামোদর_মাসে_নলকূবের_মণিগ্রীব_উদ্ধার🙏
     ⚘️এই লীলাটি শ্রীমদ্ভাগবতমের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। একসময় কুবেরের দুই পুত্র নলকূবের ও মণিগ্রীব, যারা ছিল অত্যন্ত অহংকারী এবং মদে আসক্ত, তারা মন্দাকিনী নদীতে নগ্ন হয়ে জলকেলি করছিল। একদিন নারদ মুনি সেই পথে যাচ্ছিলেন এবং তাদের এই অবস্থা দেখে অত্যন্ত বিরক্ত হলেন। তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তারা তার কথা শুনল না। তখন নারদ মুনি তাদের শাপ দিলেন যে, তারা বৃক্ষ হয়ে পৃথিবীতে জন্ম নেবে এবং শত বছর পর ভগবান শ্রীকৃষ্ণের হাতে উদ্ধার পাবে।
      ⚘️নারদ মুনির শাপে নলকূবের ও মণিগ্রীব যমলার্জুন নামক দুটি অর্জুন গাছে পরিণত হয়ে বৃন্দাবনে নন্দ মহারাজের বাড়ির উঠানে দাঁড়িয়ে রইল। 
      ⚘️বহু বছর পর, যখন শ্রীকৃষ্ণ ছোট ছিলেন, তখন দামোদর মাসে মা যশোদা দধী ভান্ড ভাঙ্গার জন্য তার পুত্রকে এক উদ্খলে (কাঠের হামানদিস্তা) বেঁধে রেখেছিলেন।
      ⚘️শ্রীকৃষ্ণ হামানদিস্তাটি টেনে নিয়ে বাড়ির উঠানে খেলছিলেন এবং খেলতে খেলতে দুটি গাছের মাঝখানে চলে গেলেন। যখন তিনি গাছ দুটির মাঝখান দিয়ে যেতে চাইলেন, তখন হামানদিস্তাটি আটকে গেল এবং শ্রীকৃষ্ণ জোরে টান দিলেন। তার টানে দুটি গাছই মূলশুদ্ধ উপড়ে পড়ল। গাছ দুটি পড়ে যাওয়ার সাথে সাথে তাদের ভেতর থেকে দুটি দিব্য পুরুষ বেরিয়ে এলেন।
       ⚘️তারা ছিলেন নলকূবর ও মণিগ্রীব। তারা শ্রীকৃষ্ণকে প্রণাম করে তাদের মুক্তির জন্য কৃতজ্ঞতা জানালেন এবং শ্রীকৃষ্ণের স্তুতি করে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইলেন।
      ⚘️শ্রীকৃষ্ণ তাদের আশীর্বাদ করে বললেন যে, তারা যেন আবার তাদের স্বর্গে ফিরে যায় এবং ভক্তি সহকারে তার ভজনা করে। নলকূবর ও মণিগ্রীব তখন শ্রীকৃষ্ণের অনুমতি নিয়ে স্বর্গে ফিরে গেলেন।
     ⚘️এই লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ দেখিয়েছিলেন যে, তিনি ভক্তের অধীন এবং ভক্তের ডাকে সাড়া দেন। এটি দামোদর লীলার একটি অংশ, যেখানে শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি তার করুণা এবং প্রেম প্রদর্শন করেন। (সংগৃহীত)
       🙏🙏🙏#হরেকৃষ্ণ #হরে কৃষ্ণ #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #🙏ভক্তি ভজন🎵 #🥰লাভ goals❤ #রাঁধে রাঁধে 🙏
#রাঁধে রাঁধে 🙏 #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #🥰লাভ goals❤ #🙏ভক্তি ভজন🎵 #হরে কৃষ্ণ
#প্রাকৃতিক সৌন্দর্য #🙏Have a Good Day #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #🥰লাভ goals❤ #🌧️ বৃষ্টি ভেজা দিন🌧️
#😀জয় জগন্নাথ🙏 #🥰লাভ goals❤ #😇আজকের Whatsappস্টেটাস 🙌 #🙂ভক্তি😊 #😍আমার পছন্দের স্টেটাস😍












