@purnabrata4646
@purnabrata4646

purnabrata porey

I am a experimental YouTuber "EXPERIMENTAL বাংলা

#📸আমার আশেপাশের ফোটোগ্রাফি 🤘
#NEW করোনার সঠিক খবর 👆
করোনা তাড়াতে ওডিশায় নরবলি কটক: করোনা তাণ্ডব কমাতে ঈশ্বরকে তুষ্ট করা প্রয়োজন! আর তাই নরবলি দেওয়ার অভিযোগ উঠল ওডিশার এক বয়স্ক পুরোহিতের বিরুদ্ধে। খবর, বুধবার রাতে কটক জেলার নরসিংহপুর পুলিশ স্টেশনের আওতাভুক্ত বন্ধাহুদার কাছে এক মন্দিরের ভিতর স্থানীয় এক বাসিন্দার মুণ্ডচ্ছেদ করেন তিনি। অভিযুক্তের নাম সনসারি ওঝা (৭২)। শোনা গিয়েছে, নরবলির পর নিজেই পুলিশের কাছে ধরা দেন তিনি। নিহতের নাম সরোজ কুমার প্রধান। অভিযুক্তের দাবি, বিষয়টি নিয়ে সরোজের সঙ্গে বচসা শুরু হলে হঠাৎই তাঁকে মাথায় সজোরে আঘাত করেন সনসারি। #আজকের শীর্ষ খবর 🎤 #✍গুরুত্বপূর্ণ খবর📃 #আমিও রিপোর্টার ✍🏻
উত্তর কোরিয়ার রায়াংগ্যাং প্রদেশ থেকে সীমান্ত পেরিয়ে চিনে পালানোর চেষ্টা করছিলেন এক দম্পতি। উদ্দেশ্য ছিল, চিন হয়ে কোনও ভাবে দক্ষিণ কোরিয়ায় (South Korea) গিয়ে পরিবারের সঙ্গে মিলিত হওয়া। গোটা পরিকল্পনায় তাঁদের সাহায্য করছিল নাবালক ভাইপো। রায়াংগ্যাং প্রদেশের এক সূত্র মারফত রেডিয়ো ফ্রি এশিয়া জানিয়েছে, 'পঞ্চাশোর্ধ্ব স্বামী-স্ত্রী'র সঙ্গে ছিল ১৪ বছরের নাবালক ভাইপো। মহিলার ছোট ভাই আগেই দক্ষিণ কোরিয়ায় পালাতে সক্ষম হয়েছিলেন। তবে একসঙ্গে পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়ে তিনজনই।' ধৃতদের উপর প্রথমে টানা অত্যাচার চলে বলে জানিয়েছে ওই সংবাদমাধ্যম। জানা গেছে, শাসক কিমের নির্দেশেই দেশবিরোধী কার্যকলাপে দোষীসাব্যস্ত দম্পতিকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে প্রাণদণ্ড দেওয়া হয়। একসঙ্গে ২০ জনের বেশি বন্দুকধারীর গুলিতে ঝাঁঝরা হয়ে যান ওই দম্পতি। নাবালককে আপাতত কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক আইন মেনে দক্ষিণ কোরিয়ায় তাঁর পরিবারকে কোনও তথ্য দেওয়া হয়নি। উত্তর কোরিয়ার (North Korea) এক সূত্র মারফত জানা গেছে, করোনাভাইরাসের (Coronavirus) কারণে এমনিই সীমান্তে কড়াকড়ি আগের থেকে বাড়ানো হয়েছে। এমন অবস্থায় পালাতে গিয়েই ধরা পড়ে ওই দম্পতি ও তাঁদের ভাইপো। তবে স্থানীয়দের কাছে গ্রেফতারির থেকে বেশি আশ্চর্যের এত দ্রুত শাস্তি! যা সচরাচর দেখা যায় না বলে জানা গেছে। পিয়ংইয়ংয়ের নির্দেশে রায়াংগ্যাংয়ের (Ryanggang) অন্য বাসিন্দাদেরকেও গোটা ঘটনায় সতর্ক করে দেওয়া হয়েছে। জরুরি অবস্থা চলাকালীন পালানোর চেষ্টায় কী ফল হতে পারে, তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কিমের (Kim Jong Un) প্রশাসন। #✍গুরুত্বপূর্ণ খবর📃
00:10 / 481.3 KB
নিরবতা পালন করতে হবে 😁 #শুভ জামাই ষষ্ঠী🤓 #লকডাউনে জামাইষষ্ঠী🙏 #অনলাইনে জামাইষষ্ঠী🤓 #লাগাম ছাড়া হাসির ভিডিও🤣 #সোশ্যাল মিডিয়া জোকস 😆
#আজকের শীর্ষ খবর 🎤
#✍গুরুত্বপূর্ণ খবর📃 #আজকের শীর্ষ খবর 🎤