নু’আয়ম মুজমির (রহ.) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রা.)-এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি উযূ করে বললেনঃ
আমি আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে, উযূর প্রভাবে তাদের হাত-পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এ উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে, সে যেন তা করে।’
সহিহ বুখারী, হাদিস নং ১৩৬
#☪ইসলামিক জ্ঞানের আলো ☪ #🤲আল্লাহ 👆 #🤲আজকের স্পেশাল ইসলামিক স্ট্যাটাস😍 #🕌ইবাদাত🤲 #🤲ইসলামিক ভক্তি স্ট্যাটাস ☪