Mount Everest: ছাদে উঠলেই ঝকঝকে সাদা পাহাড়, জয়নগর থেকে দেখা যাচ্ছে মাউন্ট এভারেস্ট! কীভাবে সম্ভব?
Mount Everest Visibility:নেপালের হিমবাহের জল থেকে তৈরি কমলা নদীর তীরেই ছোট শহর অবস্থিত। এর অবস্থান এমন যে মানচিত্র সোজাসুজি রয়েছে হিমালয় এবং মাউন্ট এভারেস্টের শৃঙ্গ। যখন আকাশে কোনও কুয়াশা-ধোঁয়াশা থাকে না, মেঘ থাকে না, দূষণমুক্ত পরিবেশ থাকে, তখন মাউন্ট এভারেস্ট দেখা যায়।