#🙏ভাইফোটার নির্ঘন্ট ও পূজা বিধি⭕
5. মিষ্টি ও উপহার
ফোঁটা দেয়ার পর ভাইকে মিষ্টি, ফল বা উপহার দেওয়া হয়। অনেক জায়গায় ভাই বা পরিবারে বিশেষ খাবার বা ভোজ আয়োজন করা হয়।
6. সমাপনী ভাব ও সামাজিক রীতি
🔵উৎসবের শেষে সবাই একসঙ্গে মিলিত হয়ে খাবার করতে পারেন।
🔵বিশেষভাবে, অনেক জায়গায় দুপুর বা বিকেলে ‘ভাইফোঁটা ভোজ’ দেওয়া হয়।
🔵যদি কোনো পরিবারে দীর্ঘকাল ধরে ভাই না থাকে, তখন সংশ্লিষ্ট ব্যক্তি (কাকা, চাচা, বা শুভজন) কে এই রীতি অনুসারে ফোঁটা দেওয়া হয় (অনুষঙ্গিক)।
7. নিষিদ্ধ / এড়িয়ে চলার বিষয়
🔵রমণীয় কালে কুরুতিপূর্ণ কাজ এদিন এড়িয়ে চলা ভালো।
🔵অশুচি বা অশুভ উপাদান (যেমন মলিন দ্রব্য) ফোঁটায় ব্যবহার করা ঠিক নয়।
🔵স্থানীয় রীতি অনুযায়ী, কোনও নির্দিষ্ট সময় বা দিক (যেমন রাহুকাল, পঞ্চগরি) এড়িয়ে চলা উচিত যদি পঞ্জিকা নির্দেশ করে।