যারা বলেন— ‘অচেনা মানুষকে রক্ত দিয়ে কী লাভ?’
অথবা রক্তদান নিয়ে হাসি-ঠাট্টা করেন—তাদের উদ্দেশ্যে কিছু কথা।
একবার ভেবে দেখুন…
আপনার বা আপনার সবচেয়ে প্রিয় মানুষের যখন হঠাৎ রক্তের জরুরি প্রয়োজন হবে—
তখন কার দরজায় কড়া নাড়বেন?
সেই অচেনা মানুষের কাছেই তো যেতে হবে, যাকে নিয়ে আজ হাসি-ঠাট্টা করছেন।
নিজে রক্ত দিতে না চাইলে সমস্যা নেই,
কিন্তু অন্তত চুপ থাকুন—
কাউকে রক্তদান থেকে নিরুৎসাহিত করবেন না, তুচ্ছও করবেন না।
মনে রাখবেন, বিপদ কারও দরজায় কড়া নাড়ে না বলে আসে না।
আজ অন্যেরা সাহায্য করছে—কাল আপনাকেও লাগতে পারে।
পারলে রক্ত দিন,
জীবন বাঁচান।🩸🩸
তরুণ ইসলামিক ফাউন্ডেশন সর্ব ভারতীয়
#TIF
#সেবা_মানবতার_পথে
#volunteerday
#স্বেচ্ছাসেবা
#blooddonation #Bloodline #bloodpressure
#highlights
#😎আমার প্রিয় ভিডিও স্ট্যাটাস ❤ #🌤মোটিভেশনাল কোটস✍ #🌞সুপ্রভাত☀️ #🙌শুভকামনা #😇আজকের Whatsappস্টেটাস 🙌