শুভ দামোদর মাস
11 Posts • 118 views
Dhoni
478 views 6 days ago
#দামোদর মাস 🌿 #দামোদর ব্রত মাস #শুভ দামোদর মাস #জয় গোপাল #🙏🌺❤️ জয় গোপাল 🙏🌺❤️ 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 ⚜️🔔 #জয়_গোপাল_challenge 🔔⚜️ •─•●🔹#নিয়মসেবা_মাস🔹●•─• #দামোদর_মাস_২০২৫ *─⊱✼ #দামোদর ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ বুধবার 22/10/2025 🕉️⚜️🧡 আজ কার্তিক মাসের ০৪ তারিখ বুধবার ✧════════•❁❀•════════✧ আজ দামোদর মাসের ১৭ দিন ।
20 likes
12 shares
Dhoni
675 views 14 days ago
#দামোদর মাস 🌿 #দামোদর ব্রত মাস #শুভ দামোদর মাস #দামোদর #জয় গোপাল 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 ⚜️🔔 #জয়_গোপাল_challenge 🔔⚜️ •─•●🔹#নিয়মসেবা_মাস🔹●•─• #দামোদর_মাস_২০২৫ *─⊱✼ #দামোদর ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ মঙ্গলবার 14/10/2025 🕉️⚜️🧡 আজ আশ্বিন মাসের ২৭ তারিখ মঙ্গলবার ✧════════•❁❀•════════✧ আজ দামোদর মাসের ৯ দিন । দামোদর ব্রত সম্পর্কিত শাস্ত্রীয় নির্দেশাবলি শ্রীশ্রী হরিভক্তিবিলাস গ্রন্থের ষোড়শ অধ্যায়ে কার্তিক মাস তথা দামোদর মাস সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে । সেখানেই কার্তিক মাসের ব্রত পদ্ধতি, করণীয়, বর্জনীয়, দীপদান প্রভৃতি বিভিন্ন কৃত্যাদি বর্ণিত হয়েছে । নিম্নে সেগুলোই আলোচিত হলো । বামপার্শ্বস্থ সংখ্যা হরিভক্তিবিলাস গ্রন্থের শোকসংখ্যা জ্ঞাপক । কার্তিক কৃত্যসমূহ ১। কার্তিক মাসের অধিষ্ঠাতৃদেব শ্রীরাধিকার সাথে শ্রীদামোদরে আমি প্রপন্ন হই । যাঁর প্রভাবে তাঁর প্রিয়তম কার্তিক মাস সেবিত হবেন । ২। স্কন্দ ও পদ্মপুরাণাদিতে কার্তিক কৃত্যাদি পরিস্ফুটভাবে প্রকাশিত আছে তথাপি এই গ্রন্থে একত্রে সংগ্রহ করে সারাংশ লিখতে হচ্ছে । ৩। এই কার্তিক মাসে বৈষ্ণব বিশেষতঃ নিত্য শ্রীদামোদরের অর্চন, প্রাতঃস্নান, দান ব্রতাদি করবেন । ৪। সেইরূপ বিশেষ বিশেষ দিনে যে শ্রীভগবৎ-পূজনাদি বিশেষ নিয়মে করবেন, তা পূর্বে বিচার পূর্বক লিখা হবে। কার্তিক ব্রতের নিত্যতা স্কন্দপুরাণে ব্রহ্মা-নারদ সংবাদে- ৫। দুর্লভ মনুষ্যজন্ম লাভ করে যে মানব কার্তিক ব্রতে বর্ণিত ধর্ম আচরণ না করেন, হে ধার্মিকবর তাকে মাতৃপিতৃ ঘাতক জানবেন । ৬। দামোদর প্রিয় কার্তিকমাস যে মানব ব্রতহীনভাবে অতিবাহিত করে, সে মানব সর্বধর্ম বর্জিত হয়ে পশুপাখি জন্ম লাভ করে । ৭। হে মুনিবর ! যে মানব কার্তিক ব্রত না করে, সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচোর ও সর্বদা মিথ্যাবাদী । ৮। বিশেষতঃ যে বিধবা নারী কার্তিক ব্রত না করে, হে মুনিশ্রেষ্ঠ ! সে সত্যিই নরকে গমন করে । ৯। কার্তিক মাসে যে গৃহী ব্রত না করে, তার যজ্ঞদানাদি বৃথা হয় এবং কল্পকাল নরকবাসী হয় । ১০। কার্তিক মাস প্রাপ্ত হয়ে যে দ্বিজ ব্রত বিমুখ, দেবরাজসহ দেবগণ সকলে তার প্রতি বিমুখ । ১১। হে বিপ্রেন্দ্র ! বহু যজ্ঞ দ্বারা পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে স্বর্গ প্রাপ্ত হয় না । ১২। কার্তিকে বৈষ্ণবব্রত না করার ফলে সন্ন্যাসী, বিধবা ও বিশেষতঃ বনাশ্রমী ব্যক্তি নরকে যায় । ১৩। হে বিপ্রবর ! কার্তিকে যদি সে বৈষ্ণব ব্রত না করল, তার বেদসমূহ অধ্যয়নে কি ফল ? এবং পুরাণসমূহ পাঠে কি ফল ? ১৪। কার্তিক ব্রত না করায় জন্ম অবধি পুণ্য উপার্জন করলেও সে সকল পুণ্য ভস্মীভূত হয় । ১৫। কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান, সুমহান তপস্যা ও জপ সকলই বিফল হয় । ১৬। হে নারদ ! কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্মার্জিত পুণ্য বৃথা হয় । ১৭। হে মহামুনে ! যারা কার্তিকে পবিত্র বৈষ্ণবব্রত না করে ইহলোকে সেই মানবগণকে পাপমূর্তি বলে জানবেন । ১৮। শ্রীবিষ্ণুর নিয়ম না করে যে ব্যক্তি কার্তিক মাস অতিবাহিত করে, হে নারদ সে জন্মার্জিত পুণ্যের ফল পায় না । ১৯। হে মুনে ! নিয়মব্যতীত যে কার্তিক মাস যাপন করে এবং চাতুর্মাস্য ব্রত না করে, সে কুলাধম ব্রহ্মঘাতী । ২০-২২। হে শ্রীনারদ ! যে বা যারা পিতৃপক্ষে পিতৃগণের পিণ্ডদান না করে, কার্তিকে ব্রত না করে, শ্রাবণী পূর্ণিমাতে ঋষিতর্পণ না করে । চৈত্রমাসে বিষ্ণুর দোল না করে, পবিত্র জলে মাঘস্নান না করে, পুষ্যানক্ষত্রে আমলকীব্রত না করে, শ্রাবণে জন্মাষ্টমী না করে, শ্রাবণদ্বাদশীতে সঙ্গমে স্নান না করে, সেই মূঢ়গণ কোথায় যাবে আমি তা জানি না । পদ্মপুরাণে শ্রীনারদ-শৌনকাদি মুনিগণ-সংবাদে -- ২৩। ভারতবর্ষে যে মানব কার্তিক মাস নিয়মব্যতীত অতিবাহিত করে, সে হাতে চিন্তামনি পেয়ে কাদাজলে নিক্ষেপ করে । ২৪। হে বিপ্রগণ ! নিয়মব্যতীত যে ব্যক্তি কার্তিক মাস যাপন করে, তার প্রতি কৃষ্ণ বিমুখ, যেহেতু ঊর্জ্জাব্রত শ্রীকৃষ্ণের প্রিয় । কার্তিকে বিশেষস্নানদানাদি সৎকর্মের নিত্যতা স্কন্দপুরাণে কার্তিকব্রত মাহাত্ম্যে । ২৫। হে পুত্র ! যারা কার্তিকে দান, হোম, জপ, স্নান ও শ্রীহরিব্রত না করে, সেই দ্বিজগণ নরাধম । ২৬। যারা কার্তিকে দান, হোম, জপ ও ব্রত না করল, সেই কারণে নিশ্চয়ই আত্মাকে বঞ্চিত করল, প্রার্থিত ফল পেল না । ২৭। হে নারদ ! কার্তিক মাস প্রাপ্ত হয়ে যারা জনার্দনে ভক্তি না করল, পিতৃগণের সাথে যমপুরে তাদের বাস হয় । ২৮।‌ যারা কার্তিকে ভক্তিভাবে কেশবদেবের অর্চনা না করল, তারা যমদূতগণ কর্তৃক বন্ধিত হয়ে নরকে গমন করবে । ২৯। সহশ্র কোটি জন্মের সাধনের ফলে দুর্লভ মানবজন্ম প্রাপ্ত হয়ে যে কার্তিকে শ্রীবিষ্ণুর অর্চন করল না, তার জন্ম বিফলে গেল । ৩০। যার কার্তিক মাসে বিষ্ণুপূজা, বিষ্ণুকথা, বৈষ্ণবগণের দর্শন না হয় তার দশবার্ষিক পুণ্য নষ্ট হয় ।
16 likes
18 shares
Dhoni
402 views 15 hours ago
#জয় গোপাল #জয় শ্রী কৃষ্ণ #দামোদর মাস 🌿 #দামোদর ব্রত মাস #শুভ দামোদর মাস 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 ⚜️🔔 #জয়_গোপাল_challenge 🔔⚜️ •─•●🔹#নিয়মসেবা_মাস🔹●•─• #দামোদর_মাস_২০২৫ *─⊱✼ #দামোদর ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ মঙ্গলবার 28/10/2025 🕉️⚜️🧡 আজ কার্তিক মাসের ১০ মঙ্গলবার ✧════════•❁❀•════════✧ আজ দামোদর মাসের ২৩ দিন ।
11 likes
13 shares
Dhoni
1K views 3 days ago
#দামোদর মাস 🌿 #দামোদর ব্রত মাস #শুভ দামোদর মাস #জয় গোপাল #🙏🌺❤️ জয় গোপাল 🙏🌺❤️ 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 ⚜️🔔 #জয়_গোপাল_challenge 🔔⚜️ •─•●🔹#নিয়মসেবা_মাস🔹●•─• #দামোদর_মাস_২০২৫ *─⊱✼ #দামোদর ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ শনিবার 25/10/2025 🕉️⚜️🧡 আজ কার্তিক মাসের ০৭ শনিবার ✧════════•❁❀•════════✧ আজ দামোদর মাসের ২০ দিন ।
15 likes
15 shares