#জয় শ্রী কৃষ্ণ #🙏🙏🙏জয় শ্রী কৃষ্ণ🙏🙏🙏 #জয় শ্রীকৃষ্ণ #শ্রীকৃষ্ণ #কৃষ্ণ . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️
⚜️🔔💓🙏#রাধে_রাধে_challenge 🙏💓 🔔
#জয়_শ্রী_কৃষ্ণ_challenge ⛳❤️
*─⊱✼ #জয়_শ্রী_কৃষ্ণ ✼⊰─*
*─⊱✼ 💓🙏#রাধে_রাধে 🙏💓 ✼⊰─*
✧════════•❁❀❁•════════✧
🧡⚜️🕉️ আজ শনিবার 20/09/2025 🕉️⚜️🧡
আজ আশ্বিন মাসের ৩ তারিখ শনিবার
✧════════•❁❀❁•════════✧
. 👉 #কর্ম_৫_প্রকার : -
••••••••••••••••••••••••••••••••••••••••
🏵১) #নিত্যকর্ম : - শাস্ত্রের নির্দেশ অনুযায়ী নিত্য প্রয়োজনীয় যে দৈনন্দিন কর্ম করা হয়, সেগুলিকে বলা হয় "নিত্যকর্ম"; যেমন— সন্ধ্যাহ্নিক, উপাসনা , ইত্যাদি ৷
🏵২) #নৈমিত্তিক_কর্ম : - দেশ, কাল, পরিস্থিতি ইত্যাদি উপলক্ষে যে কর্ম করা হয়, সেগুলিকে বলা হয় । "নৈমিত্তিক কর্ম"; যেমন— গয়া, প্রয়াগ, হরিদ্বার ইত্যাদি তীর্থে গিয়ে যেসব শাস্ত্রবিহিত কর্ম করা হয়, সেগুলিকে "দেশকৃত নৈমিত্তিক কর্ম" বলা হয় ।
🌻একাদশী পূর্ণিমা, গ্রহণ, ব্রত ইত্যাদিতে যে শাস্ত্রবিহিত কর্ম করা হয়, সেগুলি "কালকৃত নৈমিত্তিক কর্ম'' ।
🌻পুত্রের জন্মের সময় বা বিবাহের সময় বা কারও মৃত্যু হলে অথবা সাধু-মহান্তদের সৎসঙ্গের অায়োজন কালে যে শাস্ত্রবিহিত কর্ম করা হয়, সেগুলিকে "পরিস্থিতিকৃত নৈমিত্তিক কর্ম" বলা হয় ।
🏵৩) #কাম্যকর্ম : - যাতে অামাদের সম্মান হয়, পুত্রলাভ হয় , অর্থ-সম্পদ লাভ হয়, ইষ্টপ্রাপ্তি ঘটে, রোগ দূর হয়, বিপদ দূর হয়, এইসবের জন্য যে শাস্ত্রীয় অনুষ্ঠান করা হয়, সেগুলিকে বলা হয় "কাম্যকর্ম" ৷
🏵৪)#প্রায়শ্চিত্ত_কর্ম— অামাদের পাপগুলি দূর করার জন্য যে কর্ম করা হয় , সেগুলিকে বলা হয় "প্রায়শ্চিত্ত কর্ম" ৷ এটি অাবার দু'প্রকারের হয়— (ক) বিশেষ প্রায়শ্চিত্ত কর্ম এবং সাধারণ প্রায়শ্চিত্ত কর্ম। যেমন— জ্ঞাত পাপ দূর করার জন্য ধর্মসিন্ধু, নির্ণয়সিন্ধু , ইত্যাদি ধর্মগ্রন্থে বর্ণিত নির্দেশানুযায়ী প্রায়শ্চিত্ত করাকে "বিশেষ প্রায়শ্চিত্ত" বলা হয়, এবং জ্ঞাত-অজ্ঞাত সমস্ত পাপ দূর করার জন্য গঙ্গাস্নান, একাদশীব্রত, নামজপ, সেবা ইত্যাদি যেসব শুভকর্ম করা হয়, সেগুলিকে বলা হয় "সাধারণ প্রায়শ্চিত্ত" কর্ম৷
🏵️৫) #আবশ্যিক_কর্তব্য_কর্ম : -চাষবাস, ব্যবসা, চাকরি ইত্যাদি জীবিকা এবং খাওয়া-পরা, শোওয়া-জাগা ইত্যাদি যে শারীরিক কর্ম— এগুলিকে বলা হয় "আবশ্যিক কর্তব্য কর্ম" ৷
জয় শ্রী কৃষ্ণ ।।
*─⊱✼ #হরে_কৃষ্ণ ✼⊰─*
*•••••••••┈┉━❀❈🙏🏼⚛️🙏🏼❈❀━┉┈•••••••••*
#হরে_কৃষ্ণ_হরে_কৃষ্ণ_কৃষ্ণ_কৃষ্ণ_হরে_হরে !
#হরে_রাম_হরে_রাম_রাম_রাম_হরে_হরে । ।
🙏🙏 #জয়_শ্রী_কৃষ্ণ 🙏🙏
🙏 #রাধে_রাধে 🙏