ওম নমঃ শিবায় 🙏🙏🙏
208 Posts • 33K views
Dhoni
525 views 10 days ago
#🙏ওম নম:শিবায়🔱 #ওম নমঃ শিবায় 🙏 #ওম নমঃ শিবায় 🙏🙏🙏 #হর হর মহাদেব #জয় বাবা ভোলানাথ বোম বোম ভোলে জয় শিব শংকর. ⚜️🔔#হর_হর_মহাদেব_challenge🔔⚜️ #জয়_শিব_শঙ্কর_challenge ⛳🌿❤️ #ওঁম_নমঃ_শিবায়_challenge 🕉️🌿🚩 *─⊱✼ #হর_হর_মহাদেব ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ সোমবার 22/09/2025 🕉️⚜️🧡 আজ আশ্বিন মাসের ০৫ তারিখ সোমবার ✧════════•❁❀❁•════════✧ #শিবের_প্রণাম_মন্ত্র : - নমঃ শিবায় শান্তায় কারুণাত্রায়হেতবে নিবেদিতামি চাত্মানং ত্বং গত্বিং পরমেশ্বর ॥ ✧════════•❁❀❁•════════✧ #পুষ্পাঞ্জলি_মন্ত্র : - সচন্দন পুষ্প ও বেলপাতা নিয়ে এই মন্ত্রে এক, তিন অথবা পাঁচ বার অঞ্জলি দেবেন : - ওঁ নমো শিবায় এষ সচন্দনপুষ্পবিল্বপত্রাঞ্জলি নমো শিবায় নমঃ । (তিনবার পাঠ করবেন) ✧════════•❁❀❁•════════✧ #রুদ্র_গায়েত্রী_মন্ত্র : - ওম তৎপুরুষায় বিদ্মহে, মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ ।। ✧════════•❁❀❁•════════✧ #মহামৃত্যুঞ্জয়_মন্ত্র : - ॐ ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্ । উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত্ ।। ✧════════•❁❀❁•════════✧ #মহামৃত্যুঞ্জয়_গায়েত্রী_মন্ত্র : - ওম হৌং জূং সঃ ওম ভূর্বুবঃ স্বঃ ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম্ । উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্মুক্ষীয় মামৃতাত্ ওম স্বঃ ভুবঃ ওম সঃ জূং হৌং ওম ।। ✧════════•❁❀❁•════════✧ #বীজমন্ত্রসহ_মহামৃত্যুঞ্জয়_মন্ত্র : - ঔঁ হূম জূম স্বহা ঔঁ ত্রৈয়ম্বকম্ য়জামহে সূগন্ধিম্ পূষ্টিবর্ধনম্ । উর্বারূকমিব বন্ধনাম্ মৃত্যুরমোক্ষিয় মামৃতাত ॥ ঔঁ স্বহা জূম হূম ঔঁ ✧════════•❁❀❁•════════✧ #অনুবাদ অর্থ : - যার তিনটি নেত্র রয়েছে যিনি জগতের লালন পালন করেন । তার কাছে প্রার্থনা করি যে তিনি যেন আমাদের মৃত‍্যুর বন্ধন থেকে মুক্ত করে দেন । ঠিক যেমন একটি শশা পরিপক্ব হয়ে তার শাখা প্রশাখার বন্ধন থেকে মুক্ত হয়ে যায় । ঠিক তেমনই আমরা যখন জ্ঞানের আলোকে পরিপক্ব হয়ে উঠব তখন যেন আমরা মুক্তি লাভ থেকে বঞ্চিত না হই অর্থাৎ মোক্ষলাভ করতে পারি । ✧════════•❁❀❁•════════✧ #শিবের_উপবাসের_তাৎপর্য_কি ? শ্রীমদভগবদগীতা (১৮.৬২) বলা হয়েছে যে, "তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত । তৎপ্রসাদাৎ পরাং শান্তিং স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম ।। অর্থঃ হে ভারত ! সর্বতোভাবে তাঁর (পরমেশ্বর) শরণাগত হও । তাঁর (পরমেশ্বর) প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্য স্থান (মোক্ষ) প্রাপ্ত হবে । শিব অতি অল্পে তুষ্ট হন । তাই তাঁর আরেক নাম #আশুতোষ । আবার মনে রাখতে হবে, শিব প্রলয়ের দেবতা । পাপ যখন পৃথিবীকে ভারাক্রান্ত করে তুলে, তখন শিব তাঁর হাতে ডমরু তুলে নেন । শুরু হয় শিবতাণ্ডব । ✧════════•❁❀❁•════════✧
18 likes
5 shares
Dhoni
707 views 17 days ago
#হর হর মহাদেব #ওম নমঃ শিবায় 🙏🙏🙏 #ওম নমঃ শিবায় #জয় বাবা ভোলানাথ বোম বোম ভোলে জয় শিব শংকরআমরা সবাই কোন না কোন ভাবে অপরিপূর্ণ, কারো টাকা আছে সুখ নেই, কারো সুখ আছে কিন্তু অভাবের সংসার । কারো জীবনে আবার টাকাই সকল অশান্তির মূল তবুও টাকার পেছনে ছুটে । কারো একটি ছেলে সন্তান আছে একটি মেয়ে সন্তান প্রয়োজন কারো বা একটি মেয়ে সন্তান আছে একটি ছেলে সন্তান প্রয়োজন । কেউ স্বামীকে নিয়ে সুখী নয়, কেউ বা স্ত্রীকে নিয়ে সুখী নয় । আবার অনেকেই আছেন সংসার ধর্ম করতে গিয়ে এখন অতিষ্ঠ । বর্তমান জগতে ভালোবাসা হয়ে গেছে ছেলে খেলা, নারী-পুরুষ একে অপরকে ভালোবাসে, শুরু থেকে সব ঠিক থাকে, একটা সময় এসে একে অপরকে ঠকায় অন্য কাউকে পেয়ে। আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত বা মনুষ্যত্ব বোধ রাখা উচিত। আজ তুমি যাকে ঠকাচ্ছ যেকোনোভাবে তাঁর চোখের জলে তোমার ধ্বংস হবেই। যতদিন পর্যন্ত আমাদের ভেতর থেকে মোহ ও আসক্তি না কাটবে ততদিন পর্যন্ত এই শান্তি অশান্তি লেগেই থাকবে । তাই আসুন গুরু প্রদর্শিত পথ অবলম্বন করি গীতার ছায়ায় চলে আসি তবেই আমাদের জীবনে আসবে সেই প্রকৃত সুখ সেই প্রকৃত শান্তি । #জয় বাবা শিব শংকর ‌‌#@
15 likes
9 shares