ঔঁ নমঃ ভগবতে বাসুদেবায়
144 Posts • 122K views
Dhoni
1K views 1 months ago
#ঔঁ নমঃ শিবায় #ঔঁ নমঃ ভগবতে বাসুদেবায় ## 🙏 ঔঁ নমঃ শিবায় 🕉️ #ঔঁ নমঃ শিবায়। 🌼 #প্রকৃত_পক্ষে_ধর্ম_কী ?? ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত “ধृ” ধাতু থেকে, যার অর্থ ধারণ করা, রক্ষা করা । 📌 যে নীতি, আচরণ, চিন্তা ও কর্ম— মানুষকে মানবিক রাখে, জীব ও সমাজকে কল্যাণের পথে ধরে রাখে — সেটাই ধর্ম । ➡️ ধর্ম মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান, জাতি, গোত্র বা প্রার্থনা নয় । ➡️ ধর্ম মানে মনের উন্নতি, সত্য, ন্যায়, করুণা, নিষ্ঠা, নৈতিকতা । 🔹 আগুনের ধর্ম 🔥 → জ্বালানো 🔹 জলের ধর্ম 💧 → শীতলতা 🔹 মানুষের ধর্ম ❤️ → মানবিকতা ও শুভ কর্ম ধর্ম = যেটা পালন করলে সবের মঙ্গল হয় অধর্ম = যেটা করলে অন্যের ক্ষতি হয় ⸻ #ধর্মের_১০_টি_লক্ষণ ১️⃣ ধৃতি — ধৈর্য, স্থিরতা ও মানসিক শক্তি বজায় রাখা ২️⃣ ক্ষমা — অন্যের ভুল ক্ষমা করার মহান গুণ ৩️⃣ দম — নিজের মনকে সংযত রাখা ৪️⃣ অস্তেয় — চুরি না করা বা অন্যের সম্পদের প্রতি লোভ না করা ৫️⃣ শৌচ — শরীর ও মনে পবিত্রতা রক্ষা করা ৬️⃣ ইন্দ্রিয়নিগ্রহ — চোখ, কান, জিহ্বা, নাক, ত্বকসহ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখা ৭️⃣ ধী — সৎ বুদ্ধি, বিবেক ও সঠিক বিচারশক্তি থাকা ৮️⃣ বিদ্যা — সত্য ও শুভ জ্ঞান অর্জন করা ৯️⃣ সত্য — সত্য বলা ও সত্য আচরণ করা 🔟 অক্রোধ — রাগ না করা এবং শান্ত থাকা ⸻ 📌 এই ১০টি গুণের সমষ্টিকেই শাস্ত্রে ধর্মের দশ লক্ষণ বলা হয়েছে । এগুলো মানুষকে সত্যিকারের ধার্মিক ও উত্তম মানুষ হতে সাহায্য করে । ⸻ 🌑 #অধর্ম_কী ? 💥 অধর্ম = ধর্মের বিপরীত পথ এতে আছে — • মিথ্যা • অন্যায় • নিষ্ঠুরতা • লোভ, রাগ, হিংসা • অন্যের ক্ষতি করা ➡️ যা সমাজ ভাঙে ➡️ যা জীবকে কষ্ট দেয় ➡️ যা নিজের ও অন্যের পতন ঘটায় তা অধর্ম । ⸻ 🕉️ শাস্ত্রের ভাষায় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন : - “ধর্মের রক্ষা করলে ধর্ম তোমাকে রক্ষা করবে ।” — (গীতা ভাবার্থ) অর্থাৎ — ধর্ম পালন করলে জীবনও রক্ষা পায়, মনও উন্নত হয় ।
10 likes
11 shares
Dhoni
1K views 1 months ago
#🥰জয় শ্রীকৃষ্ণ🙏 #ঔঁ নমঃ শিবায় #ঔঁ নমঃ ভগবতে বাসুদেবায় ## 🙏 ঔঁ নমঃ শিবায় 🕉️ 🌼 #প্রকৃত_পক্ষে_ধর্ম_কী ?? ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত “ধृ” ধাতু থেকে, যার অর্থ ধারণ করা, রক্ষা করা । 📌 যে নীতি, আচরণ, চিন্তা ও কর্ম— মানুষকে মানবিক রাখে, জীব ও সমাজকে কল্যাণের পথে ধরে রাখে — সেটাই ধর্ম । ➡️ ধর্ম মানে শুধু ধর্মীয় অনুষ্ঠান, জাতি, গোত্র বা প্রার্থনা নয় । ➡️ ধর্ম মানে মনের উন্নতি, সত্য, ন্যায়, করুণা, নিষ্ঠা, নৈতিকতা । 🔹 আগুনের ধর্ম 🔥 → জ্বালানো 🔹 জলের ধর্ম 💧 → শীতলতা 🔹 মানুষের ধর্ম ❤️ → মানবিকতা ও শুভ কর্ম ধর্ম = যেটা পালন করলে সবের মঙ্গল হয় অধর্ম = যেটা করলে অন্যের ক্ষতি হয় ⸻ #ধর্মের_১০_টি_লক্ষণ ১️⃣ ধৃতি — ধৈর্য, স্থিরতা ও মানসিক শক্তি বজায় রাখা ২️⃣ ক্ষমা — অন্যের ভুল ক্ষমা করার মহান গুণ ৩️⃣ দম — নিজের মনকে সংযত রাখা ৪️⃣ অস্তেয় — চুরি না করা বা অন্যের সম্পদের প্রতি লোভ না করা ৫️⃣ শৌচ — শরীর ও মনে পবিত্রতা রক্ষা করা ৬️⃣ ইন্দ্রিয়নিগ্রহ — চোখ, কান, জিহ্বা, নাক, ত্বকসহ ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ রাখা ৭️⃣ ধী — সৎ বুদ্ধি, বিবেক ও সঠিক বিচারশক্তি থাকা ৮️⃣ বিদ্যা — সত্য ও শুভ জ্ঞান অর্জন করা ৯️⃣ সত্য — সত্য বলা ও সত্য আচরণ করা 🔟 অক্রোধ — রাগ না করা এবং শান্ত থাকা ⸻ 📌 এই ১০টি গুণের সমষ্টিকেই শাস্ত্রে ধর্মের দশ লক্ষণ বলা হয়েছে । এগুলো মানুষকে সত্যিকারের ধার্মিক ও উত্তম মানুষ হতে সাহায্য করে । ⸻ 🌑 #অধর্ম_কী ? 💥 অধর্ম = ধর্মের বিপরীত পথ এতে আছে — • মিথ্যা • অন্যায় • নিষ্ঠুরতা • লোভ, রাগ, হিংসা • অন্যের ক্ষতি করা ➡️ যা সমাজ ভাঙে ➡️ যা জীবকে কষ্ট দেয় ➡️ যা নিজের ও অন্যের পতন ঘটায় তা অধর্ম । ⸻ 🕉️ শাস্ত্রের ভাষায় ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন : - “ধর্মের রক্ষা করলে ধর্ম তোমাকে রক্ষা করবে ।” — (গীতা ভাবার্থ) অর্থাৎ — ধর্ম পালন করলে জীবনও রক্ষা পায়, মনও উন্নত হয় ।
22 likes
19 shares