মা কালী
1K Posts • 992K views
Dhoni
961 views 21 days ago
#জয় মা কালী #মা কালী #কালী . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️ ⚜️🔔🌺🙏 #জয়_মা_কালী_challenge 🙏🌺 🔔 🔱🔱🕉🕉🌺 #কালীকবচম 🌺🕉🕉🔱🔱 *─⊱✼ 🌺🙏 #জয়_মা_কালী 🙏🌺 ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ শনিবার 13/09/2025 🕉️⚜️🧡 আজ ভাদ্র মাসের ২৭ তারিখ শনিবার ✧════════•❁❀❁•════════✧ 🌺🌺🌺🕉🕉🕉🌺🌺🌺🕉🕉🕉🌺🌺🌺 #মা_কালীর_প্রণাম_মন্ত্র : জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী । দূর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোঽস্তুতে ।। #অনুবাদ অর্থ : - হে দেবী, তুমি সর্বোৎকৃষ্টা জয়যুক্তা দেবী জয়ন্তী, তুমি জন্মমৃত্যুবিনাশিনী ও মোক্ষপ্রদায়িনী দেবী মঙ্গলা, তুমি সর্বসংহারকারিণী কালী, তুমি সুখপ্রদায়িনী ভদ্রকালী, আবার তুমিই প্রলয়কালে ব্রহ্মা প্রমুখের মাথার খুলি হস্তে নৃত্যরতা কপালিনী । তুমি দূর্গা , কারণ তুমিই দূর্গম অসুর বিনাশিনী এবং বহু কষ্ট স্বীকার করে তবে তোমায় লাভ করা যায়, তুমি চৈতন্যময়ী শিবা অর্থাৎ শিবের পত্নী , তুমি করুণাময়ী ক্ষমা, তুমি বিশ্বভূবনধারিণী ধাত্রী, তুমি দেবগণের পোষণকর্ত্রী স্বাহা ও পিতৃগণের পোষণকর্ত্রী স্বধা । তোমায় সহস্রবার নমস্কার করি । 👉 এখন দেখে নেওয়া যাক কী ভাবে মা কালীর প্রার্থনা করলে সুফল পাওয়া যাবে । এ ছাড়া গৃহে মা কালীর চিত্র বা মূর্তির সামনে বিভিন্ন পুজোর দ্রব্যাদি-সহ সহজ প্রার্থনার কিছু মন্ত্র : - 1 👉 #প্রদীপ_বা_মোমবাতি_প্রদানের_মন্ত্র : - ‘এষ দীপ ওম ক্রীং কাল্ল্যৈ নমঃ ।’ 2 👉 #ধূপকাঠি_প্রদানের_মন্ত্র : - ‘এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ ।’ 3 👉 #কর্পূর_প্রদানের_মন্ত্র : - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ আরাত্রিকম্ সমর্পয়ামি ।’ 4 👉 #দুধ_স্নানাদি_প্রদানের_মন্ত্র : - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পয়স্নানাম্ সমর্পয়ামি ।’ 5 👉 #দই_স্নানাদি_প্রদানের_মন্ত্র : - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃদধিস্নানাম্ সমর্পয়ামি ।’ 6 👉 #পঞ্চামৃত_সহ_স্নানের_দ্রব্যাদি_প্রদানের_মন্ত্র : - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চামমৃত স্নানম্ সমর্পয়ামি ।’ 7 👉 #গঙ্গাজল_স্নানের_প্রদানের_মন্ত্র : - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ গঙ্গাস্নানম্ সমর্পয়ামি ।’ 8 👉 #পঞ্চফল_প্রদানের_মন্ত্র : - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ পঞ্চফলম্ সমর্পয়ামি ।’ 9 👉 #পুষ্প_প্রদানের_মন্ত্র : - ‘এষ গন্ধপুস্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ ।’ 10 👉 #মা_কালীর_প্রণাম_মন্ত্র : - ‘ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা । ওঁ কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে ।’ 11 👉 #এরপর_জপ_একশো_আটবার_করা_যায়_এই_মন্ত্রে : - ‘ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ ।’ 🙏🙏 12 #প্রার্থনা_মন্ত্র 🌺🌺 'এষ ধুপঃ ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ' 🌺🌺 #১০৮_বার_জপ_মন্ত্র 🌺🌺 'ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ ' 🌺🌺🕉🕉#কালী_কবচম🕉🕉🌺🌺 13 #ভৈরব_উবাচ🌺🌺 কালিকা যা মহাবিদ্যা কথিতা ভুবি দুর্ল্লভা । তথাপি হৃদয়ে শল্যমস্তি দেবি কৃপাং কুরু ।। কবচন্ত মহাদেবী কথয়সানুকম্পা । যদি নো কথ্যতে মাতব্বিমুঞ্চামি তদা তনুম ।। 14। #দেব্যুবাচ 🌺🌺 শংকাপি জায়তে বৎস তব স্নেহাৎ প্রকাশিতম । ন বক্তব্যং ন দ্রষ্টব্যমতি গুহ্যতমং মহৎ ।। কালিকা জগতাং মাতা শোকদুঃখাদি বিনাশিনী । বিশেষত কলি যুগে, মহাপাতকহারিণী ।। কালী মে পুরুত: পাঠু পৃষ্ঠতশ্চ কপালিনী । কুল্বা মে দক্ষিনে পাতু করণৌ চগ্রোপ্রভামতা ।। বদনং পাতু মে দীপ্তা নীলা চ চিবুকং সদা । ঘনা গ্রীবাং সদা পাতু বলাকা বাহুযুগ্মকম ।। মাত্রা পাতু করদ্বন্দং বক্ষো মুদ্রা সদাবতু । মিতা পাতু স্তনদ্বন্দং যোনিং মন্ডল দেবতা । ব্রাম্মী মে জঠরং পাতু, নাভিং নারায়ণীং তথা । ঊরু মাহেশ্মরী নিত্যং চামুন্ডা পাতু লিঙ্গকম । কৌমারী চ কটিং পাতু তথৈব জানুযুগ্মকম । অপরাজিতা পাদৌ মে বারাহী পাতু চাঙ্গুলী: । সন্ধিস্থানং নারসিংহী পত্রস্থা দেবতাবতু রক্ষাহীনঞ্চ যৎ স্থানং বর্জ্জিতং কবচেন তু । তৎ সর্ব্বং রক্ষ মে দেবী কালিকে ঘোর দক্ষিণে । ঊর্দ্ধং-মধ্যস্তথা দিক্ষু পাতু দেবী স্বয়ং বপুঃ ।। হিংস্রেভ্যঃ সর্ব্বদা পাতু সাধকঞ্চ জলাধিকাৎ । দক্ষিণা কালিকে দেবী ব্যাপকত্তে সদাবতু । ইদং কবচমজ্ঞাতা যো জপেদ্দেবদক্ষিনাম ন পুজাফলমাপ্নোতি বিঘ্নস্তস্য পদে পদে । কবচেনাবৃতো নিত্যং যত্র তত্রৈব গচ্ছতি তত্র তত্রভয়ং তস্য ন ক্ষোভং বিদ্যতে ক্কচিৎ । #সন্তানে_দিতে_কোল_ছাড়ি_সুখ_কৈলাস বরাভয় রূপে মা শ্মশানে করেন বাস কি ভয় শ্মশানে, শান্তিতে যেখানে ঘুমাবি জননীর চরণতলে ? শ্মশানে জাগিছে শ্যামা অন্তিমে সন্তানে নিতে কোলে জননী শান্তিময়ী বসিয়া আছেন ওই চিতার আগুণ ঢেকে স্নেহ আঁচলে । জ্বলিয়া মরিলি কে সংসার-জ্বালায় তাহারে ডাকিছে মা, চলে আয়, চলে আয় জীবনে শ্রান্ত ওরে, ঘুম পাড়াইতে তোরে কোলে তুলে নেয় মা মরণের ছলে ।। 🌺🌺 #ওঁ_খড়্গং_চক্রগদেষুচাপপরিঘান_শূলং ভুসূণ্ডিং শিরঃ | শঙ্খং সন্দধতীং করৈস্ত্রিনয়নাং সর্বাঙ্গভূষাবৃতাম্ || নীলাশ্মদ্যুতিমাস্যপাদদশকাং সেবে মহাকালিকাম্ | যামস্তৌচ্ছয়িতে হরৌ কমলজো হন্তুং মধুং কৈটভম্ ||' ----মার্কণ্ডেয় চণ্ডীর প্রথম চরিত্র শ্রী শ্রী মহাকালীর ধ্যানমন্ত্রে পাওয়া যায় । তন্ত্র ও পুরাণে দেবী কালীর একাধিক রূপভেদের কথা পাওয়া যায় । তোড়ল তন্ত্র মতে কালী অষ্টধা বা অষ্টবিধ । যথা – দক্ষিণাকালী, সিদ্ধকালী, গুহ্যকালী, মহাকালী, ভদ্রকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী ও শ্রীকালী । মহাকাল সংহিতা অনুসারে আবার কালী নববিধা । এই তালিকা থেকেই পাওয়া যায় কালকালী, কামকলাকালী, ধনদাকালী ও চণ্ডিকাকালীর নাম । তন্ত্রশাস্ত্রের মতে, তিনি দশমহাবিদ্যা নামে পরিচিত তন্ত্রমতে পূজিত প্রধান দশ জন দেবীর মধ্যে প্রথম দেবী । শাক্তরা কালীকে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ মনে করে । বাঙালি হিন্দু সমাজে দেবী কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয় । পুরাণ ও তন্ত্র গ্রন্থগুলিতে কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায় । তবে সাধারণভাবে তাঁর মূর্তিতে চারটি হাতে খড়্গ, অসুরের ছিন্নমুণ্ড, বর ও অভয়মুদ্রা; গলায় মানুষের মুণ্ড দিয়ে গাঁথা মালা; বিরাট জিভ, কালো গায়ের রং, এলোকেশ দেখা যায় এবং তাঁকে তাঁর স্বামী শিবের বুকের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায় । #সঞ্জয় 🌿⚛️🚩
18 likes
17 shares