Wednesday dinner Thali
রাত্রিবেলা খেতে বসার আগে মেয়ে কে মাঝে মাঝেই ভাত ভাজা করে দি। ও খেতে ভীষণ ভালো বাসে এইরকম ভাত ভাজা, তাই রাত্রিবেলা আজকেও খেতে বসার আগে একটা গোটা পেয়াজ আর পেয়াজ পাতা কুচি করে নিয়ে অল্প তেল গরম করে তাতে পেয়াজ আর পেয়াজ পাতা টা দিয়ে পরিমাণ মত লবণ দিয়ে ভেজে নিলাম। সাথে ছিল এক পিস্ চিকেন কষা ,
আর নিজের জন্যে একটা ডিম ভেজে নিলাম।সাথে ছিল গরম গরম রুটি আর বাঁধাকপির ঘন্ট।
শুভ রাত্রি 🥰
#👩🍳ফুড ব্র্যান্ড অ্যাম্বাসাডার 😎 #আজকের খাওয়া দাওয়া 🤤❣️ #😍আমার পছন্দের স্টেটাস😍 #🥗 আজকের খাবার #মায়ের হাতের রান্না 🥘