#😇আজকের Whatsappস্টেটাস 🙌 #shere chat #🌓শুভ সন্ধ্যা🌘 #Shere chat family #goodevening প্রেমিকের শরীরের উষ্ণতা মাপার শখ চিরকালের।
দেহের যে ভাঁজে রাতের আদর আড়াল করা থাকে, দিনে ওরাই একেবারে চুপ করে।
প্রেমিকের নিঃশ্বাস খোঁজে, ওর প্রতি চলনে।
ওর শব্দের গভীরতা আঁচ করে, দিনের সাধারণ কথার মাঝে।
প্রেমিকের পাশে ও থাকার চেষ্টা করে সবটা সময়। ওর উষ্ণতা গায়ে মেখে নিতে, ওর প্রতিটা অনুভূতির ভাগ নিতে।
নিজে কী চায়, তা ছাড়িয়েও প্রেমিকের প্রাধান্য শতগুনে বেশি দেয়।
শুধু একটু কাছে থাকতে চায়, ওর সমস্ত কাজে নিজেকে জড়িয়ে নিতে চায়।
একটু আদর করে কাছে টানে প্রেমিক, ওর লাজুক দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে রাখে।
প্রেমিকের দায়িত্ব ওকে ওর মতোন করে ভালবাসার, ওর মতোন করে জড়িয়ে ধরার।
ভোরে ওর আলগা শরীরে হাত রাখলেই কেঁপে ওঠে, একফোঁটা আবেগ চোখের কোন থেকে বেরিয়ে উপত্যকার দিকে দৌড়ে চলে।
আরো কিছু আবেগ ওর সাথে জুড়ে যায়। রাস্তায় মাঝে ওরা থমকে না পড়ে, ওদের চলার পথ যেন ঢালু হয়। প্রেমিক ওর বাহুবন্ধনে ওকে শয্যা থেকে একটু উপরে রাখে। ওই আবেগের স্রোত যাতে সৃষ্টির আদিতে মিলিয়ে যেতে পারে। নাভীর অন্ধকারে হারিয়ে যেতে পারে।
ওখানেই সমস্ত গন্তব্যের শুরু, ওইখানেই সব শেষ। ওই সব লুকিয়ে রাখতে পারে নিজের মধ্যে। অনেক অনেক যত্ন নিয়ে।।
--- 🍁