Failed to fetch language order
সনাতন ধর্ম 🙏🕉📿
28 Posts • 2K views
Dhoni
549 views 3 months ago
#🙂সনাতন ধর্ম🙏 #💟🔱 সনাতন ধর্ম 🔱🕉️🚩 #সনাতন ধর্ম 🙏🕉📿 #সনাতন হিন্দু ধর্ম #সনাতন ধর্ম . 🌿🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️⛳🚩 আজ রবিবার 22/06/2025 🌧️🌨️🌧️🌨️🌧️ #আষাঢ়_মাস 🌧️🌨️🌧️🌨️🌧️ *•••••••••┈┉━❀❈🙏🏼💗🙏🏼❈❀━┉┈•••••••••* *─⊱✼ #বর্ষার_দেবী ✼⊰─* * #আষাঢ়_মাসের_সাত_কন্যার_পৌরাণিক_কাহিনি * প্রাচীনকালে ( বর্ষার দেবী ) বর্ষাদেবী স্বর্গে রাজত্ব করতেন । তিনি ছিলেন দেবরাজ ইন্দ্রের অত্যন্ত প্রিয় কন্যা । তার ইচ্ছায়ই মেঘেরা নেমে আসত, বজ্র ধ্বনিত হতো আর মাঠে নামতো চাষবাস । এক সময় বর্ষাদেবীর ইচ্ছা হলো—মানবলোকে বর্ষা পৌঁছাক আরও রঙিন রূপে, যেন সাতটি রঙে আঁকা সুর-স্রোতে মন ও প্রকৃতি উচ্ছ্বসিত হয় । তাই তিনি সৃষ্টি করলেন সাত কন্যা, যাঁরা বর্ষার সাতটি রূপ ও আবেগের প্রতীক । এই সাত কন্যাকে পাঠানো হলো পৃথিবীতে, আষাঢ় মাসের সাতটি পৃথক দিনে । 👉🌧️ ১. #নিভা – #মেঘের_কন্যা 🟡🟡 নিভা যখন নেমে এলো, আকাশে ছায়া পড়ল । তার সাথে ধীরে ধীরে জড়ো হতে লাগল সাদা, ধূসর ও কালো মেঘ । সে আনে মৌনতা, অপেক্ষা ও প্রকৃতির ধ্যান । 👉⚡ ২. #বিজুলি – #বজ্রের_কন্যা 🟡🟡 বিজুলি যেন আগুনের আলোয় সেজে নামে । তার চোখ ঝলমল করে, দিগন্তে আলো ঝলকে ওঠে । সে ভয়, শক্তি ও প্রত্যাবর্তনের প্রতীক । 👉🌧️ ৩. #ধারিনী – #ধারার_কন্যা 🟡🟡 তৃতীয় দিনে এলো ধারিনী, যার হাত থেকে নেমে আসে একটানা বৃষ্টি । তার চোখে অশ্রুর মতো শান্তি । সে কৃষকের আশীর্বাদ, ধানের প্রথম স্নান । 👉🌱 ৪. #পল্লবী – #অঙ্কুরের_কন্যা 🟡🟡 পল্লবীর পদধ্বনিতে গজিয়ে ওঠে অঙ্কুর, কচিপাতা । সে সবুজের প্রতীক । বর্ষার নতুন জীবনের, জন্মের আনন্দের প্রতীক । 👉🌀 ৫. #মন্দারা – #বাতাসের_কন্যা 🟡🟡 মন্দারা আসে হাওয়ার দোলা নিয়ে । তার ঘোমটা উড়ে চলে দিগন্তে । সে বর্ষার রাগ ও রোমান্সের বার্তাবাহী । 👉🌸 ৬. #কুসুমা – #ফুলের_কন্যা 🟡🟡 বর্ষার দিনে ফুটে ওঠা জুঁই, কদম, বেলির গন্ধ মেখে কুসুমা নামে । সে প্রেম, কোমলতা ও সৌন্দর্যের প্রতীক । 👉🐦 ৭. #স্বর্ণা – #রামধনুর_কন্যা 🟡🟡 শেষে আসে স্বর্ণা, যিনি রামধনুর মতো রঙিন। বর্ষা শেষে আলো ছড়িয়ে সে জানায়, “আলো আসছে, কষ্ট কেটেছে।” সে আশার প্রতীক । 👉⛅ #দেবতাদের_বার্তা_ও_রক্ষা : - 🟡🟡🟡 এই সাত কন্যা যখন একত্রে পৃথিবীতে নেমে আসেন, তখন প্রকৃতি জেগে ওঠে । কিন্তু অসুর রাক্ষসেরা হিংসা করে। তারা এই সাত কন্যাকে আক্রমণ করে ফসল বিনষ্ট করতে । তখন ইন্দ্র, বরুণ, এবং বায়ু দেবতা রক্ষা করেন তাঁদের । এই সাত কন্যা তখন এক হয়ে “আষাঢ়ী শক্তি” নামে পূজিত হন ।
18 likes
8 shares