শ্রীমদ্ভগবদ্গীতা
28 Posts • 8K views
Kousick Samanta
535 views 13 days ago
#🙏শুভ দুপুর ডঃ (শ্রীমতী) শশি তিওয়ারি, সংস্কৃত বিভাগের প্রাক্তন চেয়ারম্যান আগ্রা কলেজ, আগ্রা — তিনি গীতার ১৮টি অধ্যায়ের সারমর্ম মাত্র ১৮টি বাক্যে তুলে ধরেছেন। এক লাইনের গীতা – আপনি কি এটি সবাইকে পাঠিয়ে ছড়িয়ে দেবেন? অনুরোধ করা হচ্ছে, প্রত্যেকে যেন আগামী ৪ দিনের মধ্যে যত বেশি সম্ভব মানুষকে এটি পাঠান। শুধু আপনার রাজ্যেই নয়, এটি সমগ্র ভারতে ছড়িয়ে পড়া উচিত। এক লাইনের গীতা: অধ্যায় ১ – ভুল চিন্তাধারাই জীবনের একমাত্র সমস্যা। অধ্যায় ২ – সঠিক জ্ঞানই সকল সমস্যার চূড়ান্ত সমাধান। অধ্যায় ৩ – নিঃস্বার্থতা-ই অগ্রগতি ও সমৃদ্ধির একমাত্র পথ। অধ্যায় ৪ – প্রতিটি কাজ প্রার্থনার কাজ হতে পারে। অধ্যায় ৫ – ব্যক্তি স্বত্তার অহংকার ত্যাগ করে অসীম আনন্দে মগ্ন হও। অধ্যায় ৬ – প্রতিদিন উচ্চতর চেতনার সঙ্গে যুক্ত হও। অধ্যায় ৭ – যা শেখো তা জীবনেও প্রয়োগ করো। অধ্যায় ৮ – নিজের উপর বিশ্বাস হারিও না। অধ্যায় ৯ – তোমার আশীর্বাদসমূহের মূল্য দাও। অধ্যায় ১০ – চারপাশে ঈশ্বরীয়তা দেখতে শেখো। অধ্যায় ১১ – সত্যকে যেমন আছে তেমন দেখে নেওয়ার মতো আত্মসমর্পণ থাকা উচিত। অধ্যায় ১২ – মনকে উচ্চতর চেতনায় নিমগ্ন করো। অধ্যায় ১৩ – মায়া থেকে বিচ্ছিন্ন হয়ে ঈশ্বরের সঙ্গে যুক্ত হও। অধ্যায় ১৪ – তোমার দৃষ্টিভঙ্গির সঙ্গে মানানসই জীবনধারা গড়ে তোলো। অধ্যায় ১৫ – ঈশ্বরকে অগ্রাধিকার দাও। অধ্যায় ১৬ – ভালো হওয়াটাই একটি বড় পুরস্কার। অধ্যায় ১৭ – সুখকর নয়, সঠিকটিকে বেছে নেওয়া ক্ষমতার লক্ষণ। অধ্যায় ১৮ – ছেড়ে দাও, ঈশ্বরের সঙ্গে মিলনের পথে এগিয়ে চলো। (প্রত্যেকটি মূলনীতির উপর গভীরভাবে চিন্তা করো।) ॐ তৎ সৎ বি. দ্র. – আবারও অনুরোধ করছি, এটি যত বেশি সম্ভব মানুষের কাছে পাঠান এবং গীতার গুরুত্ব ব্যাখ্যা করুন। #🕉️ জয় প্রেমানন্দ মহারাজ 🙏 #🙂ভক্তি😊 #❤জীবনের কোটস 🖋 #শ্রীমদ্ভগবদ্গীতা @ShareChat Hindi @ShareChat Gujarati @ShareChat বাংলা @ShareChat Odia @શેરચેટ ક્રિએટર પ્રોગ્રામ
12 likes
17 shares