সরস্বতী পূজো
44 Posts • 18K views
Dhoni
533 views 1 days ago
#সরস্বতী #সরস্বতী পূজা #সরস্বতী পূজো ⚜️🔔🕉️ #জয়_মা_সরস্বতী_Challenge 🕉️🔔⚜️ 🏵️ #মা_সরস্বতীর_১০৮_নাম 🏵️ *─⊱✼ #জয়_মা_সরস্বতী ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ সোমবার 19/01/2026 🕉️⚜️🧡 আজ মাঘ মাসের ০৫ তারিখ ১৪৩২ সোমবার ✧════════•❁❀❁•════════✧ সরস্বতী পুজো 2026-র তারিখ 2026 সালের 23 জানুয়ারি, শুক্রবার (বাংলায় ৯ মাঘ ১৪৩২) সরস্বতী পুজো পড়েছে । #সরস্বতী_পুজোর_পঞ্চমী_তিথি ২২ জানুয়ারি রাত ১:৩৯ মিনিট থেকে ২৩ জানুয়ারি রাত ১২:২৯ মিনিট পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি । সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র ওঁ জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে ।।🙏🏼🌿🙏🏼 নমঃ সরস্বত্যৈ নমো নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ । বেদ- বেদাঙ্গ- বেদান্ত- বিদ্যাস্থানেভ্য এব চ ।। এষ সচন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যৈ নমঃ ।।-🙏🏼🌿🙏🏼 এই মন্ত্রে তিনবার অঞ্জলি দেওয়ার নিয়ম রয়েছে । #সরস্বতী_পুজোর_প্রণাম_মন্ত্র : - নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে । বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাং দেহি নমোহস্তুতে ।। জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে । বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে ।।🙏🏼🌿🙏🏼 #পুজোর_গুরুত্বপূর্ণ_সামগ্রী : - শ্রী পঞ্চমীর দিনি সকালেই সরস্বতী পুজো সম্পন্ন করা হয় । সাধারণত নিয়মে পুজো হলেও বেশ কয়েকটি সামগ্রির প্রয়োজন হয় । যেমন- আমের মুকুল, অভ্র- আবির, দোয়াত- খাগের কলম, পলাশ ফুল, বই ও বাদ্যযন্ত্রাদি । এছাড়াও বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা প্রয়োজন হয় ।🙏🏼🙏🏼 সরস্বতী পুজোর সঙ্গে জড়িত লোকাচার প্রচলিত লোকাচার অনুযায়ী, সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই । যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা । তবে স্কুল- কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনার করার পরে অঞ্জলি দিয়ে ছাত্র-ছাত্রীরা কুল খাওয়ার রীতি বহুদিন ধরে । সরস্বতী বৈদিক দেবী সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পুজো বর্তমান রূপটি আধুনিক কালে প্রচলিত হয়েছে । তবে প্রাচীন কালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পুজো করতেন বলে জানা যায় । ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি ও দোয়াতকলম রেখে পুজো করার প্রথা ছিল । শ্রীপঞ্চমী তিথিতে ছাত্রেরা বাড়িতে বাংলা বা সংস্কৃত গ্রন্থ, শ্লেট, দোয়াত ও কলমে সরস্বতী পূজা করত । গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল । শহরে ধনাঢ্য ব্যক্তিরাই সরস্বতীর প্রতিমা নির্মাণ করে পুজো করতেন ।🙏🏼🙏🏼 #সরস্বতী_শব্দের_অর্থ : - 'সরস' শব্দের অর্থ হল জল । সুতরাং সরস্বতী শব্দের অর্থ হলো জনবতী বা নদী । অনেক পণ্ডিতই মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিলেন নদী । পরে তিনি দেবী হিসেবে পূজিত হন । তিনি চেতনা ও জ্ঞানের দেবী। দূর দুরান্ত থেকে মানুষ এই পুজোর বিসর্জন দেখতে আসত । পুজো উপলক্ষ্যে প্রায় দু'ঘণ্টা আতশবাজিও পোড়ানো হত । আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতী পুজোর প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমার্ধে ।🙏🏼🙏🏼 দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ দেবী সরস্বতী সম্পর্কে বেশিরভাগ মানুষই জানেন । তবে দেবী মাতঙ্গীর কথা অজানা প্রায় সকলের । দেশের কিছু অঞ্চলে সরস্বতী পূজিত হন সম্পূর্ণ অন্য রূপে, যার নাম মাতঙ্গী । দশমহাবিদ্যার নবম রূপ এবং দেবী সরস্বতীর তান্ত্রিক রূপই হলেন দেবী মাতঙ্গী । বাগদেবীর মতো তিনিও বিদ্যা ও সঙ্গীতের দেবী । কিন্তু সরস্বতীর সঙ্গে মাতঙ্গীর রয়েছে বেশ কিছু পার্থক্য । তন্ত্র ধর্ম মতে, মাতঙ্গীর বাহ্যিক রূপ, ভোগ এবং অন্যান্য বৈশিষ্টের সঙ্গে জড়িয়ে রয়েছে নানা কাহিনি । দেবী মাতঙ্গীর আরেক নাম উচ্ছিষ্টা চণ্ডালিনী । পুরাণ অনুযায়ী, মাতঙ্গ নামের এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করছিলেন, তখন দেবী মাতঙ্গী আবির্ভূতা হয়ে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন । তাই এই দেবীর মাথায় চাঁদ শোভিত ।🙏🏼🙏🏼 শাস্ত্রজ্ঞরা বিশ্লেষণ করেন, যখন দেবী মহাকালীর রুদ্ররূপিণী পাপনাশিনী রূপ এবং দেবী সরস্বতীর অসীম জ্ঞান একইরূপে মিলিত হয়, তখন সৃষ্টি হয় দেবী মাতঙ্গীর । এজন্যে একমাত্র জ্ঞান ও শক্তির মিলিত রূপই পারে পাপকে ধ্বংস করে পৃথিবীতে পুণ্যের আলো ছড়িয়ে দিতে । দেবী মাতঙ্গী তার ভক্তদের অন্তরের দুর্নীতি, পরশ্রীকাতরতা এবং কুণ্ঠাবোধের সমস্ত ক্লেদ নিজ অঙ্গে গ্রহণ করে মানুষের অন্তর শুদ্ধি করেন । মানুষের মধ্যেই তার উপস্থিতি । তাই মানুষকে অবহেলা করে উৎকৃষ্ট ভোগ তাকে নিবেদন করলেও, তিনি সন্তুষ্ট হবেন না । অসমের কামাখ্যার মূল মন্দিরের ভিতরে তান্ত্রিক দশমহাবিদ্যার দশ দেবীর আলাদা মন্দির রয়েছে । যার মধ্যে নবম মহাবিদ্যা- দেবী মাতঙ্গী কন্যারূপে । কর্ণাটকের বেলেগাওঁ, অন্ধ্রপ্রদেশের মাদানাপাল্লাতে, তামিলনাড়ুর নাঙ্গুর এবং মধ্যপ্রদেশের ঝাবুয়াতে রয়েছে দেবী মাতঙ্গীর মন্দির ।🙏🏼🙏🏼 দেবী সরস্বতীর অষ্টোত্তর শতনাম । মা সরস্বতীর ১০৮ টি নাম #সরস্বতীর_১০৮_নাম : - ওঁ সরস্বতৌ নমঃ । ১❤️💙❤️ ওঁ মহাভাদ্রায়ৈ নমঃ ।। ২ ওঁ মহমায়ায়ৈ নমঃ । ৩🙏🏼🙏🏼 ওঁ বরপ্রদায়ৈ নমঃ ।। ৪🙏🏼🙏🏼 ওঁ শ্রীপ্রদায়ৈ নমঃ । ৫ ওঁ পদ্মনিলয়ায়ৈ নমঃ ।। ৬🙏🏼🙏🏼 ওঁ পদ্মাক্ষ্যৈ নমঃ । ৭ ওঁ পদ্মবক্এায়ৈ নমঃ ।। ৮ ওঁ শিবানুজায়ৈ নমঃ । ৯🙏🏼🙏🏼 ওঁ পুস্তকভৃতে নমঃ ।। ১০🙏🏼🙏🏼 ওঁ জ্ঞানমুদ্রায়ৈ নমঃ । ১১🙏🏼🙏🏼 ওঁ রমায়ৈ নমঃ ।। ১২ ওঁ পরায়ৈ নমঃ । ১৩🙏🏼🙏🏼 ওঁ কামরূপায়ৈ নমঃ ।। ১৪🙏🏼🙏🏼 ওঁ মহাবিদ্যায়ৈ নমঃ । ১৫🙏🏼🙏🏼 ওঁ মহাপাতক নাশিন্যৈ নমঃ ।। ১৬ ওঁ মহাশ্রয়ায়ৈ নমঃ । ১৭ ওঁ মালিন্যৈ নমঃ ।। ১৮ ওঁ মহাভোগায়ৈ নমঃ । ১৯🙏🏼🙏🏼 ওঁ মহাভুজায়ৈ নমঃ ।। ২০🙏🏼🙏🏼 ওঁ মহাভাগায়ৈ নমঃ । ২১ ওঁ মহোত্সাহায়ৈ নমঃ ।। ২২ ওঁ দিভৃয়ামৈ্গৃয় নমঃ । ২৩ ওঁ সুরবন্দিতায়ৈ নমঃ ।। ২৪🙏🏼🙏🏼 ওঁ মহাকাল্যৈ নমঃ । ২৫🙏🏼🙏🏼 ওঁ মহাপাশায়ৈ নমঃ ।। ২৬ ওঁ মহাকারায়ৈ নমঃ । ২৭ ওঁ মহাস্কুশায়ৈ নমঃ ।। ২৮ ওঁ পীতায়ৈ নমঃ । ২৯ ওঁ বিমলায়ৈ নমঃ ।। ৩০ ওঁ বিশ্ববায়ৈ নমঃ । ৩১ ও বিদ্যুম্মলায়ৈ নমঃ ।। ৩২ ওঁ বৈষ্ণব্যৈ নমঃ । ৩৩🙏🏼🙏🏼 ওঁ চন্দ্রিকায়ৈ নমঃ ।। ৩৪🙏🏼🙏🏼 ওঁ চন্দ্রবদনায়ৈ নমঃ । ৩৫🙏🏼🙏🏼 ওঁ চন্দলোকবিভূষিতায়ৈ নমঃ ।। ৩৬🙏🏼🙏🏼 ওঁ সাবিএ্যৈ নমঃ । ৩৭ ওঁ সুরসায়ৈ নমঃ ।। ৩৮🙏🏼🙏🏼 ওঁ দেব্যৈ নমঃ । ৩৯ ওঁ দিব্যালস্কারভূষিতায়ৈ নমঃ ।। ৪০🙏🏼🙏🏼 ওঁ বাগ্দব্যৈ নমঃ । ৪১ ওঁ বসুধায়ৈ নমঃ ।। ৪২ ওঁ তীব্রায়ৈ নমঃ । ৪৩ ওঁ মহাভদ্রায়ৈ নমঃ ।। ৪৪🙏🏼🙏🏼 ওঁ মহাবলায়ৈ নমঃ । ৪৫🙏🏼🙏🏼 ওঁ ভোগদায়ৈ নমঃ ।। ৪৬🙏🏼🙏🏼 ওঁ ভারত্যৈ নমঃ । ৪৭ ওঁ ভামায়ৈ নমঃ ।। ৪৮ ওঁ গোবিন্দায়ৈ নমঃ । ৪৯🙏🏼🙏🏼 ওঁ গোমত্যৈ নমঃ ।। ৫০ ওঁ শিবায়ৈ নমঃ । ৫১🙏🏼🙏🏼 ওঁ জটিলায়ৈ নমঃ ।। ৫২🙏🏼🙏🏼 ওঁ বিন্দ্যাবাসায়ৈ নমঃ । ৫৩ ওঁ বিন্দ্যাচলবিরাজিতায়ৈ নমঃ ।। ৫৪ ওঁ চণ্ডিকায়ৈ নমঃ । ৫৫ ওঁ বৈষ্ণব্যৈ নমঃ ।। ৫৬ ওঁ ব্রাম্ময়ৈ নমঃ । ৫৭ ওঁ ব্রম্মজ্ঞানৈকসাধনায়ৈ নমঃ ।। ৫৮ ওঁ সৌদামিন্যৈ নমঃ । ৫৯🙏🏼🙏🏼 ওঁ সুধামূর্ত্যৈ নমঃ ।। ৬০ ওঁ সুভাদ্রায়ৈ নমঃ । ৬১ ওঁ সুরপূজিতায়ৈ নমঃ ।। ৬২🙏🏼🙏🏼 ওঁ সুবাসিন্যৈ নমঃ । ৬৩ ওঁ সুনাসায়ৈ নমঃ ।। ৬৪ ওঁ বিনিদ্রায়ৈ নমঃ । ৬৫🙏🏼🙏🏼 ওঁ পদ্মলোচনায়ৈ নমঃ ।। ৬৬ ওঁ বিদ্যারুপায়ৈ নমঃ । ৬৭ ওঁ বিশালাক্ষ্যৈ নমঃ ।। ৬৮🙏🏼🙏🏼 ওঁ ব্রম্মজায়ায়ৈ নমঃ । ৬৯🙏🏼🙏🏼 ওঁ মহাফলায়ৈ নমঃ ।। ৭০ ওঁ এয়ীমূত্যৈ নমঃ । ৭১ ওঁ এিকালজ্ঞায়ৈ নমঃ ।। ৭২ ওঁ এিগুণায়ৈ নমঃ । ৭৩ ওঁ শাস্এরুপিণ্যৈ নমঃ ।। ৭৪ ওঁ শুম্ভাসুরপ্রমথিন্যৈ নমঃ । ৭৫ ওঁ শুভদায়ৈ নমঃ ।। ৭৬🙏🏼🙏🏼 ওঁ সভ্ভাত্নিকায়ৈ নমঃ । ৭৭ ওঁ রকতবীজনিহহৈএ্য নমঃ ।। ৭৮ ওঁ চামুণ্ডায়ৈ নমঃ । ৭৯ ওঁ অম্বিকায়ৈ নমঃ ।। ৮০ ওঁ মুণ্ডকায়প্রহরণায়ৈ নমঃ । ৮১ ওঁ ধূম্রলোচনমর্দনায়ৈ নমঃ ।। ৮২ ওঁ সর্বদেবস্ততায়ৈ নমঃ । ৮৩ ওঁ সৌম্যায়ৈ নমঃ ।। ৮৪🙏🏼🙏🏼 ওঁ সুরাসুর নমস্কৃতায়ৈ নমঃ । ৮৫🙏🏼🙏🏼 ওঁ কালরাএৌ নমঃ ।। ৮৬ ওঁ কলাধারায়ৈ নমঃ । ৮৭🙏🏼🙏🏼 ওঁ রুপসৌভাগ্যদায়িন্যৈ নমঃ ।। ৮৮ ওঁ বাগ্দেব্যৈ নমঃ । ৮৯ ওঁ বরারোহায়ৈ নমঃ ।। ৯০ ওঁ বারাহ্যৈ নমঃ । ৯১🙏🏼🙏🏼 ওঁ বারিজাসনায়ৈ নমঃ ।। ৯২ ওঁ চিএাম্বরায়ৈ নমঃ । ৯৩ ওঁ চিএগন্ধায়ৈ নমঃ ।। ৯৪ ওঁ চিএমাল্যবিভূষিতায়ৈ নমঃ । ৯৫ ওঁ কান্তায়ৈ নমঃ ।। ৯৬🙏🏼🙏🏼 ওঁ কামপ্রদায়ৈ নমঃ । ৯৭ ওঁ বন্দ্যায়ৈ নমঃ ।। ৯৮ ও বিদ্যাধরসুপূজিতায়ৈ নমঃ । ৯৯ ওঁ শ্বেতাননায়ৈ নমঃ ।। ১০০🙏🏼🙏🏼 ওঁ নীলভূজায়ৈ নমঃ । ১০১🙏🏼🙏🏼 ওঁ চতুর্বর্গফলপ্রদায়ৈ নমঃ ।। ১০২ ওঁ চতুরানন সাম্রাজ্যায়ৈ নমঃ । ১০৩ ওঁ রকতমধ্যায়ৈ নমঃ ।। ১০৪ ওঁ নিরঞ্জনায়ৈ নমঃ । ১০৫ ওঁ হংসাসনায়ৈ নমঃ ।। ১০৬ ওঁ নীলজঙ্ধায়ৈ নমঃ । ১০৭🙏🏼🙏🏼 ওঁ ব্রম্মাবিষ্ণুশিঃ ।। ১০৮🙏🏼🙏🏼 •
8 likes
12 shares