মহাগুরু মিঠুন চক্রবর্তীর হাতে তুলে দেওয়া হল বীরভূমের বিখ্যাত তাঁতিপাড়ার জিলিপি।
আজ বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত গোহালিয়ারা ফুটবল ময়দানে ভারতীয় জনতা পার্টির ডাকে জনসভায় এসেছিলেন বিখ্যাত অভিনেতা বিজেপি নেতা ও মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেই মিঠুন চক্রবর্তীর হাতে তাকে সম্বর্ধনা জানিয়ে তার হাতে তুলে দেওয়া হল বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া গ্রামের বিখ্যাত কালো কলায় তৈরি জিলাপি। এই একটি মাত্র জিলাপির ওজন ছিল প্রায় দু কেজি। বীরভূমের তাঁতিপাড়ার এই বিখ্যাত মিষ্টান্ন পেয়ে আপ্লুত অভিনেতা মিঠুন চক্রবর্তী। স্বভাবতই তাতিপাড়ার এই বিখ্যাত জিলিপি মিঠুন চক্রবর্তী সাদরে গ্রহণ করায় গর্বিত তাঁতিপাড়া জিলিপি তৈরির কারিগররা মিষ্টান্ন ব্যবসায়ীরা এবং তাঁতি পাড়ার বাসিন্দারা।তাঁতিপাড়ার এই বিখ্যাত ২ কেজি ওজনের জিলিপিটি আজ তৈরি করেন মিষ্টান্ন ব্যাবসায়ী সুমন রুজ।।
#prathamalorbarta #প্রথমআলোরবার্তা