#সূর্যদেবের কৃপা🙏 ##🙏জয় সূর্যদেব🙏 #জয় সূর্যদেব #জয় সূর্যদেব 🌞🙏 #☀️ সূর্যদেব🙏 ##সূর্যদেবের_প্রণাম_মন্ত্র : - ওঁ জবাকুসুমসঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম । ধান্তারীং সর্বপাপঘ্নং প্রণতোহস্মি দিবাকরম্ ।।
#অনুবাদ অর্থাৎ : - জবাপুষ্পের মত লোহিত বর্ণ, অন্ধকারণাশক মহাদ্যুতিবিশিষ্ট সর্ব্বপাপবিনাশক কশ্যপপুত্র সূর্য্যকে প্রণাম করি ।🙇
• 🌹 শুভ রবিবার, আজকের ছুটির দিন । দিনটি সকলের পরিবারের সঙ্গে খুব ভালো কাটুক, আনন্দে কাটুক এবং নিরাপদে কাটুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি । 🙏 হে প্রভু, তুমি সকলের মঙ্গল করো ।
সূর্যদেবের উত্তরায়ণ শুরু মানেই
✨ অন্ধকার থেকে আলোর পথে যাত্রা
✨ দুঃখ-কষ্ট থেকে সুখ-সমৃদ্ধির দিকে অগ্রসর হওয়া
জ্যোতিষ শাস্ত্র ও সনাতন ধর্ম মতে মকর সংক্রান্তি অত্যন্ত পবিত্র ও শক্তিশালী তিথি । এই দিনে সূর্য দেবতা ধনু রাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করেন, ফলে সূর্যের উত্তরায়ণ শুরু হয় । তাই এই দিনে সঠিক উপাচার করলে গৃহে সুখ–শান্তি, আর্থিক সমৃদ্ধি ও শুভ শক্তির প্রবাহ বৃদ্ধি পায় ।
নিচে শাস্ত্রসম্মত ও কার্যকর উপাচারগুলি দেওয়া হলো👇
🌞 ১. সূর্যদেবের পূজা ও অর্ঘ্য প্রদান
কি করবেন : -
ভোরে স্নান করে পূর্ব দিকে মুখ করে তামার পাত্রে জল, লাল ফুল, গুড় ও একটু চন্দন দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন ।
মন্ত্র : -
“ওঁ ঘৃণি সূর্যায় নমঃ” (৭ বা ১১ বার)
ফল : -
✔ গৃহে অশান্তি দূর হয়
✔ মান-সম্মান ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়
🕯️ ২. তিল ও ঘি দিয়ে দীপদান
কি করবেন : -
সন্ধ্যায় ঘরের প্রবেশদ্বারে বা ঠাকুর ঘরে তিলের তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালান ।
ফল : -
✔ নেগেটিভ এনার্জি নাশ
✔ বাস্তু দোষ কমে
✔ পারিবারিক শান্তি বৃদ্ধি
🍚 ৩. তিল, গুড় ও খিচুড়ি দান
কি করবেন : -
কালো তিল, গুড়, চাল, ডাল বা খিচুড়ি দরিদ্র বা ব্রাহ্মণকে দান করুন ।
ফল : -
✔ শনি ও সূর্য সংক্রান্ত দোষ কাটে
✔ আর্থিক বাধা দূর হয়
✔ সংসারে অন্নের অভাব হয় না
🐄 ৪. গরু ও পাখিকে খাদ্য দান
কি করবেন : -
গরুকে গুড় বা ঘাস
পাখিকে চাল বা দানা দিন
ফল : -
✔ গৃহে ঐশ্বর্য বৃদ্ধি
✔ পূর্বজন্মের পুণ্য বৃদ্ধি পায়
🛕 ৫. বিষ্ণু ও লক্ষ্মী পূজা
কি করবেন : -
শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করুন
তুলসী পাতায় ঘি প্রদীপ জ্বালান
ফল : -
✔ স্থায়ী অর্থলাভ
✔ দাম্পত্য সুখ ও পারিবারিক ঐক্য বৃদ্ধি
🧘 ৬. মকর সংক্রান্তির ব্রত বা সংযম
কি করবেন : -
সম্ভব হলে নিরামিষ আহার
মিথ্যা, ক্রোধ ও অহংকার ত্যাগ
ফল : -
✔ গৃহে শান্তির কম্পন তৈরি হয়
✔ সন্তান ও পরিবারের কল্যাণ ঘটে
🚫 এই দিনে যা করবেন না
❌ ঝগড়া-বিবাদ
❌ ধার নেওয়া বা টাকা ফেরত দেওয়া
❌ ঘর অপরিষ্কার রাখা
❌ সূর্যোদয়ের পর দেরিতে ঘুম থেকে ওঠা
#সঞ্জয়
#মকরসংক্রান্তি
#সূর্যপূজা
#SuryaDev