ShareChat
click to see wallet page

"Waiting for your return, Maa" 🌺🙏 বিদ্যাদাত্রী, জ্ঞানদায়িনী মা আজ বিদায় নিচ্ছেন। মনটা একটু ভারাক্রান্ত, কারণ গত কয়েকদিনের আনন্দ আর উৎসবের শেষে আজ মাকে বিদায় দেওয়ার পালা। মা তুমি আবার এসো আমাদের মাঝে, আমাদের মন থেকে সব অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দিতে। 📖✨ আজকের এই বিসর্জনের লগ্নে শুধু একটাই প্রার্থনা— মা, তোমার আশীর্বাদ যেন আমাদের ওপর সবসময় থাকে। আমাদের পড়াশোনা, বুদ্ধি আর সৃজনশীলতা যেন তোমার কৃপায় উত্তরোত্তর বৃদ্ধি পায়। বিসর্জন মানেই তো শেষ নয়, বিসর্জন মানেই হলো নতুন করে অপেক্ষার শুরু। 🕊️💔 "আবার এসো মা, আলোর পথে আমাদের এগিয়ে নিয়ে চলো।" 🪕🤍 বিদায় মা সরস্বতী... ভালো থেকো মা, আশীর্বাদ করো আমাদের। আগামী বছর আবার তোমার আগমনের অপেক্ষায় থাকব। 🌸🙌 #🙏জয় মা সরস্বতী🙏 #মা আবার এসো #আবার এসো মা #আ বা র ও এ ক ব ছ রে র অ পে ক্ষা মা গো আবার এসো 🌺🏵️🥀🙏🥹 #🙏খুব শীঘ্রই ফিরে এসো মা আবার🙏

518 ने देखा