ShareChat
click to see wallet page

জীবনে কিছু ইগোবিহীন মানুষ থাকা ভীষণ প্রয়োজন। যাদের কাছে হুটহাট যখনতখন দ্বিধাহীনভাবে আশ্রয় মেলে, সময় মেলে, গুরুত্ব মেলে। যাদের কাছে শিরোনাম ছাড়াই বিস্তারিত ব্যাখ্যায় যাওয়া যায়। যাদের কাছে ভালো না লাগার কারণ হিসেবে 'কেন?' এর মতন তীব্র অস্বস্তিকর প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন নেই। যাদের জন্য সাজাতে হয় না, কী বলব? কেন বলব? যাদের কাছে বিরামচিহ্নের নিয়ম ভাঙা যায়। যাদের কাছে আহত পাখির মতন ডানা ঝাপটিয়ে ক্ষত বোঝানো যায়। যাদের কাছে নির্দ্বিধায় ঝরে পড়া যায়, তারা কুড়িয়ে নেবে এই বিশ্বাসে।। ##📚প্রেরণামূলক সাহিত্য📚 ##🌹কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া❤️ #💔না বলা কথা 😥 #💔একাকিত্ব জীবন💔 #বঙ্গের সাহিত্য

430 ने देखा
2 महीने पहले