খেলার খবর
বাংলাদেশ কি টি ২০ বিশ্বকাপ থেকে বাদ পড়তে চলেছে?
এবার সত্যি কি টি ২০ বিশ্বকাপ থেকে বাদ পড়তে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ যদি তার জেদ না ছাড়ে তালে বাদ অবধারিত। পাকিস্তান শত চেষ্টা করেও বাংলাদেশকে খেলাতে পারবে না বলেই মনে হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই লিটন দাসদের বিকল্প খুঁজে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইসিসি। তবে সেই খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেও ‘ভাইজান’ বাংলাদেশের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল পাকিস্তান। শোনা যাচ্ছে, পাক বোর্ডের তরফে বলা হয়েছে তারা বাংলাদেশের সমস্ত ম্যাচ আয়োজন করতে আগ্রহী।বুধবারই বাংলাদেশকে ডেডলাইন দেওয়া হয়েছিল বিশ্বকাপে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য। এখনও বিসিবি সেই সিদ্ধান্ত জানায়নি। তার মধ্যেই ভারচুয়াল বৈঠকে বসেছে আইসিসি। প্রত্যেক দেশের বোর্ডের প্রতিনিধি রয়েছেন সেই বৈঠকে। সূত্রের খবর, বাংলাদেশ যদি বিশ্বকাপ না খেলে তাহলে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্তে ভোট দিয়েছেন অধিকাংশ সদস্য।
তারপরেই আইসিসি কিছুটা নরম হয়েছে বিসিবির উপর। বাংলাদেশ বোর্ডকে আরও ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে যেন সরকারের সঙ্গে আলোচনা করে ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বিসিবি। ওই বৈঠকেই আবারও বাংলাদেশকে সমর্থনের বার্তা দিয়েছে পাক বোর্ড, এমনটাই সূত্রের খবর। পিসিবির তরফ থেকে বলা হয়েছে, বাংলাদেশের দাবি যথেষ্ট যৌক্তিক। সেই দাবি মেনে নেওয়া উচিত। যদি বাংলাদেশের ম্যাচগুলি শ্রীলঙ্কায় আয়োজন করতে সমস্যা হয় তাহলে পাকিস্তান তৈরি আছে। পাকিস্তানের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারে বাংলাদেশ। তবে এই নিয়ে সরাসরি কিছু জানায়নি পাক বোর্ড। বুধবার আইসিসির বৈঠকে অংশ নিয়েছেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। উল্লেখ্য, বাংলাদেশ বোর্ডের তরফে ওই ডেডলাইনের কথা এতদিন অস্বীকার করা হয়েছে। মহম্মদ ইউনুস সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আঙুল তুলেছেন ভারতীয় বোর্ডের দিকেও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। তবে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই বুধবার পরবর্তী পদক্ষেপ ঠিক করে ফেলল আইসিসি। বাংলাদেশ না খেললে বিকল্প দেশকে বিশ্বকাপ খেলার আমন্ত্রণ জানানো হবে। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি এখনও নিজের সিদ্ধান্তে অনড় থাকবে? নাকি ক্রিকেটারদের ইচ্ছাকে সম্মান দিয়ে ভারতে খেলতে আসবে?
#prathamalorbarta #প্রথমআলোরবার্তা