prathamalorbarta #প্রথমআলোরবার্তা
177 Posts • 21K views
PRATHAM ALOR BARTA
550 views 2 days ago
অবশেষে ১৪/২ ভোটে হেরে গেলো বাংলাদেশ এবার বাংলাদেশের সামনে 'do or die' অবস্থা। বেশ কিছুদিন ধরে নানা জটিলতার পরে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের পীঠ দেওয়ালে ঠেকেছে। এখন আর সারার জায়গা নেই। আসলে মুখ পুড়ল বাংলাদেশ ও পাকিস্তানের। আইসিসি-র টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। অন্য কোনও দেশে ম্যাচ স্থানান্তরিত করা যাবে না। ভোটাভুটির পর এই সিদ্ধান্ত সামনে এসেছে। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে খেলতে আসবে কি না এবার তাদের জানাতে হবে। আগামিকাল সন্ধের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। সূত্রের খবর, বাংলাদেশ যদি ভারতে খেলতে আসতে না চায় সেক্ষেত্রে স্কটল্যান্ড সুযোগ পাবে। সেই মোতাবেক ব্যবস্থা করবে আইসিসি। আইসিসি ইতিমধ্যেই বিসিবিকে জানিয়ে দিয়েছে, যদি বাংলাদেশ নিজের সিদ্ধান্ত অনড় থাকে, অর্থাৎ ভারতে খেলতে না য়ায় তাহলে তাহলে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে। বাংলাদেশ এবারের বিশ্বকাপে ভারতে খেলতে চায়নি। খেলোয়াড়দের নিরাপত্তার কারণ দেখিয়ে চিঠি লিখেছিল তারা আইসিসিকে। দাবি করেছিল, ভারতের বদলে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক। সূত্রের খবর, আইসিসি তাদের দাবি মানেনি। নিরপেক্ষতা বজায় রাখতে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জন্য আজ বুধবার ১৬টি ক্রিকেট খেলিয়ে দেশ ভোটে অংশ নেয়। সেই ভোটে গোহারা হারে বাংলাদেশ। তাদের পক্ষে ভোট পড়ে মাত্র ২টি। বাংলাদেশের পক্ষে ভোট দেয় সেই দেশ নিজে ও পাকিস্তান। সূত্রের দাবি, ভোটে হারার পরও বাংলাদেশ যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তাহলে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে। স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে আইসিসি এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ঘটনার সূত্রপাত বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল-থেকে বাদ দেওয়ার পর থেকে। বিসিসিআই জানিয়েছিল, নিরাপত্তার কারণে মুস্তাফিজুরকে ভারতে খেলানো যাবে না। তখনই বাংলাদেশ ভারতে খেলার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করে। তারপর থেকেই জটিলতা বাড়তে থাকে। #prathamalorbarta #প্রথমআলোরবার্তা
6 likes
3 shares
PRATHAM ALOR BARTA
552 views 2 days ago
হিরনের দ্বিতীয় বিয়ে কি বৈধ - উঠছে নানা প্রশ্ন বুধবার বরানসির গঙ্গাপারে বিজেপি নেতা তথা অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় দ্বিতীয় বিবাহ সেরে ফেলেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম ঋতিকা গিরি। আবার আমরা জানি ২৫ বছর আগে হিরন প্রথম বিয়ে করেন অনিন্দিতা চট্টোপাধ্যায়কে। এবার খেলা নতুন খাঁদে বইতে শুরু করেছে। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় প্রকাশ্যে দাবি করেছেন, তিনি ও হিরণ আইনি ভাবে এখনও বিবাহিত এবং তাদের মধ্যে কোনও ডিভোর্স হয়নি। তিনি বলেন, “আমাদের মধ্যে কোন আলাদা হওয়া বা ডিভোর্স হয়নি, তাই এই দ্বিতীয় বিয়ে বৈধ নয়।” অনিন্দিতার অভিযোগ, দীর্ঘদিন তিনি মানসিক ও ঘরোয়া সমস্যার সম্মুখীন হলেও পরিবার ও মেয়ে-নিরাপত্তার কারণে চুপ ছিলেন। খবরে প্রকাশ বুধবার রাতে তিনি থানায় গিয়েছিলেন। অনিন্দিতা আরও অভিযোগ করেন, তাঁর ১৯-বছর বয়সী মেয়ে এই অবস্থার কারণে শারীরিক ও মানসিক চাপের সম্মুখীন, এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেছেন, এই ঘটনায় তিনি আইনগত পথে যেতে পিছপা হবেন না এবং সব প্রমাণসহ থানায় অভিযোগ দিয়েছেন।বুধবার সন্ধ্যায় অনিন্দিতা তাঁর মেয়ে নিয়াসাকে সঙ্গে নিয়ে আনন্দপুর থানায় হাজির হয়ে হিরণ ও ঋতিকা-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে FIR রেজিস্টার করা হতে পারে। এই অভিযোগে মূল বিষয় আইনি বিবাহ অবস্থা, ডিভোর্সের প্রমাণ এবং দ্বিতীয় বিয়ের বৈধতা-সম্পর্কিত তথ্য থাকবে। এখন দেখার একজন বিধায়ক হিসাবে হিরণ কিভাবে সামলায় এই আইনি আক্রমন!! #prathamalorbarta #প্রথমআলোরবার্তা #prathamalorbarta
14 likes
10 shares