Sandy
646 views
1 days ago
⁉️"🥀বসন্ত আসেনি তো 🥀"⁉️ 🤓🤓🤓🤓🤓🤓🤓🤓 📘🙏মা সরস্বতী🙏📘 আমাকে আরো বিদ্যা দেও 🖍️📕🖍️📕🖍️📕🖍️📕 ⭐23শে জানুয়ারি,2026,নেতাজী সুভাষ চন্দ্র বসু এই দিনে জন্মগ্রহণ করেন,একই দিনে, মা সরস্বতীর পূজা।⁉️2026,বিরল দৃষ্টান্ত...কোথায় বসন্ত‼️⁉️‼️ মা সরস্বতী'কে করো জোড়ে প্রণাম🙏🙏আমাদের প্রিয় নেতাজীর প্রতি শ্রদ্ধা মিশ্রিত প্রণাম🙏🙏 *""" 🖌️✒️🖍️🖋️📙📘📕 ""মহাকাব্যের সরস্বতী"" 🙏🙏🙏🙏🙏🙏🙏"""* তিনি বৈদিক যুগের অন্যতম প্রধান দেবী (খ্রিস্টপূর্ব ১৫০০ থেকে ৫০০),এবং পরবর্তী সময়েও হিন্দু ধর্মে তাঁর গুরুত্ব ধরে রেখেছেন।বেদে,তাঁর বৈশিষ্ট্য ও গুণাবলী ""সরস্বতী নদীর"" সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত।নদীর সাথে সম্পর্কিত দেবী হিসেবে,সরস্বতী তাঁর শুদ্ধি-করণ ও উর্বরতা বৃদ্ধির দ্বৈত ক্ষমতার জন্য পূজিত হন।পরবর্তী বৈদিক সাহিত্যে,বিশেষত ব্রাহ্মণ গ্রন্থ গুলোতে,সরস্বতী ক্রমশ বৈদিক বাক্ দেবী তথা বাকের সঙ্গে অভিন্ন হয়ে ওঠেন,এবং পরবর্তীতে এই দুই সত্তা একীভূত হয়ে একক দেবী হিসেবে পরিগণিত হন।সময়ের সাথে সাথে তাঁর নদীর সাথে সম্পর্ক কমতে থাকে🙄🙄😱😱 এবং বাক্,কবিতা,সঙ্গীত ও সংস্কৃতির সাথে সংযুক্তি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে....😳🙄😳🙄বাস্তবে সব বিষয় তাই দেখতে পাওয়া যায় [[((⁉️#⁉️[[ 👉আমিও স্পষ্টই দেখতে পাচ্ছি ওরকমই সময়ের সাথে সাথে কেমন যেনো ফ্যাকাশে হয়ে গেলো ★সরস্বতী পূজা....😳😳🙄.....কোথায় সেই বাসন্ত কাল?? যখন তখন তিথির দোহাই⁉️ ছোট্ট বেলা থেকেই জানতাম শ্রী রামচন্দ্র খালি অকালে বোধন করেছিলেন‼️এখন তো দেখি কথায় কথায় সবই অকালে ‼️‼️‼️ কোথায় সেই ৭ সকালে কাঁচা হলুদ সরষে তেল দিয়ে গায়ে মেখে ..উহু উহু করতে করতে স্ন্যান ⁉️এখন লোকে দেখা দেখি বা পূরত মশাইয়ের ফর্দ দেখিয়ে সব কিনে বাটিতে রেখে দেয় ⁉️বর্তমান প্রজন্ম কেমন যেন ফ্যাকাশে মার্কা স্বভাবে ভুগছে।সরস্বতী পুজোর মানে বোঝেনা,দেশের সরকার রাজনীতিতে পুজো-অর্চনা ঢুকিয়ে দিয়ে ছেলে/বুড়োদের রাতজেগে জলযোগের গেট খুলে দিয়েছে,আর স্কুলগুলো নম্বর দিয়ে দিয়ে টিন-এজার গুলো যাতে শ্রী পঞ্চমীর ইস্যু করে আলেয়ার পেছনে ছোটে তার ব্যবস্থা করছে,ফলে এদের ভক্তি শ্রদ্ধা জলাঞ্জলি প্রায়,আর কলেজ গুলোর ক্ষেত্রে "প্রায়" কথাটা আর থাকছে না ‼️‼️কোথায় সেই,"নারকলি" কুল??? বাজারে নেই ৭/৮০০ টাকা কিলো তাই বাজারে রাখেনি।কালের অমোঘ নিয়মে সব হারিয়ে গেলো..👈]]⁉️#⁉️))]] সরস্বতী পূজার ইতিহাস ব্রহ্ম-বৈবর্ত পুরাণের সাথে জড়িত।★🙏👉ভগবান শ্রীকৃষ্ণ দেবী সরস্বতীকে বর দিয়েছিলেন,যে বসন্ত পঞ্চমীতে অন্যান্য দেবতাদের সাথে তাঁরও পূজা করা হবে।🙏🙏🙏 জয় শ্রী কৃষ্ণের জয় 🙏🙏🙏 🖋️🖋️আশাকরি,আমি বেশ কিছুটা জানার মধ্যে অজানা বিষয় উপস্থাপন করতে পারব.... ....সরস্বতী হলেন জ্ঞান,বিদ্যা,শিল্পকলা,সঙ্গীত,ভাষা ও সংস্কৃতির দেবী,যিনি সাধারণত শুভ্রবসনা,শ্বেতপদ্মাসীনা এবং হংস বা ময়ূর বাহন-যুক্তা হিসেবে চিত্রিত হন;তাঁর চার হাতে থাকে বই (বেদ),জপমালা,জলপাত্র এবং বীণা,যা জ্ঞান ও সৃজন-শীলতার প্রতীক।তিনি ব্রহ্মার সহধর্মিণী এবং 'বেদের মা' হিসেবে পরিচিত,যিনি নৈসর্গিক প্রবাহ ও জ্ঞানের প্রতীক। বর্ণ: 👉শুভ্র (সাদা), যা শুদ্ধতা ও জ্ঞানের প্রতীক। বাহন:👉 হংস (পদ্ম বা ময়ূরও দেখা যায়),যা (ভালো-মন্দ বিচার) এবং নির্যাসকে তুলে ধরে। আসন:👉 শ্বেত পদ্ম (বিশুদ্ধতার প্রতীক)। মুখমণ্ডল: 👉ত্রিনয়না, ললাটে শশীকলা (চাঁদের কণা)। পুষ্তক (বই):👉বেদ ও সমস্ত জ্ঞানের প্রতীক। জপমালা (মালা):👉ধ্যান, আধ্যাত্মিকতা ও মনঃসংযোগের প্রতীক। জলপাত্র (কমণ্ডলু): 👉পবিত্রতা ও শুদ্ধিকরণের প্রতীক। ⭐বীণা:👉 শিল্পকলা, সঙ্গীত এবং সৃষ্টির (harmonious) প্রকাশ। জ্ঞানের দেবী:👉 তিনি সকল জ্ঞান,শিক্ষা, ভাষা (বিশেষত সংস্কৃতের উদ্ভাবক),শিল্পকলা ও সাহিত্যের অধিষ্ঠাত্রী দেবী। সৃষ্টির অংশ:👉তিনি ব্রহ্মার মুখ থেকে সৃষ্ট এবং তাঁর জ্ঞান সৃষ্টির জন্য অপরিহার্য ছিল। ⭐★★★⭐আধুনিক রূপ:👉বর্তমানে দ্বিভুজা বীণাপাণি রূপটি বেশি প্রচলিত,যা গত ১৫০ বছরের মধ্যে জনপ্রিয় হয়েছে। নদী রূপ:👉প্রাচীনকালে তিনি নদী-দেবী ছিলেন এবং সরস্বতী নদীর সঙ্গে তাঁর যোগ ছিল। ‼️‼️➡️➡️লক্ষ্মী ও পার্বতীর সঙ্গে তিনি ত্রয়ী গঠন করেন।সরস্বতী সর্ব-ভারতীয় দেবী।তিনি শুধু হিন্দু ধর্মেই নয়,জৈন ও বৌদ্ধ ধর্মেও পূজিত হন,প্রায় সারা বিশ্বে।মাতৃকা দেবী;➡️➡️জ্ঞান, সংগীত, শিল্পকলা, বাক্য, প্রজ্ঞা, জ্ঞানার্জন ও নদী-দেবী,ত্রিদেবী গোষ্ঠীর সদস্য...‼️‼️‼️👉★ বাংলার একটি বাজার থেকে সরস্বতীর চিত্র (১৯শ শতাব্দী, ১৮৯৫ এর পূর্ববর্তী)পাওয়া গিয়েছিল।এ বিষয়ে...ব্রিটিশ লাইব্রেরির কিউরেটরে'র সার-সংক্ষেপে বলা হয়েছে,"বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী,একটি নদীর তীরে উপবিষ্টা।তাঁর পা একটি পদ্ম ফুলের উপর স্থির,বেদের প্রতিনিধিত্ব-কারী একটি তাল পাতার পাণ্ডুলিপি তাঁর পাশে রয়েছে এবং তিনি বীণা ধারণ করেছেন,একটি রাজহাঁস তাঁর বাহন হিসেবে কাছাকাছি অবস্থান করছে।➡️‼️‼️➡️‼️‼️‼️➡️‼️‼️‼️‼️➡️ শাস্ত্রীয় ও মধ্যযুগীয় হিন্দু ধর্মে,সরস্বতী প্রধানত শিক্ষার,শিল্পের এবং কাব্যিক অনুপ্রেরণার দেবী হিসেবে স্বীকৃত, এবং সংস্কৃত ভাষার উদ্ভাবক হিসেবে গণ্য হন।তিনি সৃষ্টির দেবতা ব্রহ্মার কন‍্যা হিসেবে অথবা তাঁর সৃষ্টি-রূপে যুক্ত।এই ভূমিকায়,তিনি তাঁর শক্তি উপস্থাপন করেন এবং বাস্তবতা'কে একটি স্বতন্ত্র মানবিক বৈশিষ্ট্য প্রদান করেন। তিনি সেই বাস্তবতা'র মাত্রার সাথে যুক্ত হয়ে স্বচ্ছতা ও বৌদ্ধিক শৃঙ্খলা'কে চিহ্নিত করেন। শাক্ত ধর্ম প্রথায়➡️সরস্বতীকে সর্বোচ্চ দেবীর সৃজনশীল রূপ হিসেবে পূজা করা হয়।বৈষ্ণব মতে➡️ তিনি বিষ্ণুর অন্যতম পত্নী হিসেবে গণ্য হন এবং তাঁর ঐশ্বরিক কর্মকাণ্ডে সহায়তা করেন।★#★তবে,এই পুরুষ দেবতাদের সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও,👉সরস্বতী একটি স্বতন্ত্র দেবী হিসেবে সঙ্গী ছাড়াই পূজিত হন। ....🙏📙🙏ওঁ নমঃ সরস্বত্যই নমঃ🙏📙🙏..... তিনি শান্ত ও দীপ্তি-ময় শুভ্র বর্ণের নারী হিসেবে চিত্রিত হন।তিনি সাদা পোশাক পরিহিত এবং সাদা পোশাক সত্ত্ব (পবিত্রতা ও কল্যাণ) গুণের প্রতীক।তাঁর চারটি বাহু রয়েছে,এবং প্রতিটি হাতে একটি প্রতীকী বস্তু ধারণ করেন:একটি গ্রন্থ,একটি জপমালা, একটি পদ্ম..!!! 👉⭐➡️👉⭐➡️➡️➡️➡️ হিন্দু মহাকাব্য মহাভারতে, ""সরস্বতী সর্বোপরি একটি পবিত্র নদী হিসাবে আবির্ভূত হন,যার উদ্দেশ্যে তীর্থযাত্রা করা হয়,তাঁকে বাক এবং জ্ঞানের দেবী হিসাবেও উপস্থাপন করা হয়।"" শক্তিশালী প্রবহমান বৈদিক সরস্বতীর বিপরীতে তাঁকে, ""নদীর মধ্যে শ্রেষ্ঠ এবং স্রোতের মধ্যে সর্বশ্রেষ্ঠ"", এবং তাঁর জলকে অবিচল ও প্রশান্ত বলে অভিহিত করা হয়। ★সরস্বতী নদীর তীর পুরোহিত এবং ঋষিদের দ্বারা পূর্ণ,যাঁরা তাঁর তীরে তপস্যা এবং যজ্ঞ করেন।তাঁর জলে উৎসর্গ এবং স্নান করার উদ্দেশ্যে লোকেদের নদীতে তীর্থযাত্রা করার অসংখ্য বর্ণনা রয়েছে। ➡️বশিষ্ঠের মতো মহান ঋষিদের কাছে প্রায়শই তিনি তাঁর মানবী রূপে উপস্থিত হন। মহাভারত'ও তাঁকে তাঁর স্ব-অধিকারে জ্ঞানের দেবী হিসাবে উপস্থাপন করে এবং বাক'কে তাঁর একটি বৈশিষ্ট্য হিসাবে দেখে।মহাভারতের ""শান্তি পর্বে""  তাঁকে বেদমাতা বলা হয়েছে।তাঁর সৌন্দর্যও ব্যাপকভাবে অসংখ্য অনুচ্ছেদ দ্বারা বর্ণনা করা হয়েছে এবং #📕একটি অনুচ্ছেদে,দেবী নিজেই বলেছেন,তাঁর জ্ঞান এবং সৌন্দর্য ⭐যজ্ঞে প্রদত্ত বস্তু থেকে উদ্ভূত হয়।মহাভারতে 👉👉👉 তাঁকে সৃষ্টিকর্তা ব্রহ্মার কন্যা হিসেবে বর্ণনা করা হয়েছে।পরে তাঁকে স্বর্গীয় সৃজনশীল সামঞ্জস্য হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি ব্রহ্মার মহাবিশ্ব সৃষ্টিকালে আবির্ভূত হয়েছিলেন। মহাকাব্য রামায়ণে......👉👉👉👉রামায়ণ রচয়িতা বাল্মীকি যখন ক্রৌঞ্চ হননের শোকে বিহ্বল হয়ে পরেছিলেন,সে সময় জ্যোতির্ময়ী ব্রহ্মাত্মজা "সরস্বতী" তাঁর ললাটে বিদ্যুৎ রেখার মত প্রকাশিত হয়েছিলেন।(( 🌟⏩তমসা নদী,যা গঙ্গার এক শাখা,সেই নদীতে স্নান করতে যাচ্ছিলেন কবি বাল্মীকি,এক শিষ্যসহ,সেই সময় একজোড়া ক্রৌঞ্চপাখি উড়ে যাচ্ছিল। "ক্রৌঞ্চ" অর্থ কোঁচবক। জলার ধরে ঘুরে বেরায় অপূর্ব সে দৃশ্য...!))⏩⏩⏩একবার রাক্ষস  ভ্রাতৃ-ত্রয় রাবণ,বিভীষণ এবং কুম্ভকর্ণ,ব্রহ্মার তপস্যা করেছিলেন,সৃষ্টিকর্তা তখন প্রত্যেককে বর দিয়ে ছিলেন।দেবতারা কুম্ভকর্ণ'কে বর না দেওয়ার জন্য ব্রহ্মার কাছে অনুরোধ করেন।ব্রহ্মা তাঁর কন‍্যা সরস্বতীকে আহ্বান করলেন এবং দেবতা'দের যা ইচ্ছা তা উচ্চারণের নির্দেশ দিলেন।তিনি সম্মতি জানালেন,এবং যখন রাক্ষস তাঁর বর প্রার্থনা করার জন্য কথা বললেন,তখন সরস্বতী তাঁর মুখে প্রবেশ করলেন,যার ফলে রাক্ষস বললেন, "বহু বছর ধরে ঘুমাতে চাই,হে দেবতাদের প্রভু,এটাই আমার ইচ্ছা....!!!!"...‼️ তারপরে সরস্বতী তার জিহ্বা ত্যাগ করেছিলেন।এর ফলে কুম্ভকর্ণ তার দুর্ভাগ্যের কথা চিন্তা করেছিলেন।.........🌟❕🌟❕🌟❕↕️↕️🔽সরস্বতী প্রথম ঋগ্বেদে আবির্ভূত হন,যা বৈদিক ধর্মের সবচেয়ে প্রাচীন উৎস।ঋগ্বেদে প্রাচুর্য ও শক্তির বৈশিষ্ট্যের মূর্ত প্রতীক হিসেবে সরস্বতীর উল্লেখযোগ্য ধর্মীয় ও প্রতীকী গুরুত্ব রয়েছে। প্রাথমিক ভাবে জলের (অপ্) স্বর্গীয় স্থান এবং ভয়ঙ্কর ঝড়দেবতা ( মরুৎ ) এর সাথে যুক্ত, এই দেবী ইলা এবং ভারতীর সাথে সর্ব-দেব-মন্দিরের মধ্যে একটি অবিচ্ছেদ্য ত্রিদেশীয় সমিতি গঠন করেন।⭐➡️সরস্বতীকে একটি প্রবল এবং শক্তিশালী বন্যা হিসাবে বর্ণনা করা হয়েছে যিনি ষাঁড়ের মতো গর্জন করেন এবং নিয়ন্ত্রণ করা যায় না।⏩অথর্ববেদ,যজুর্বেদ এবং সংশ্লিষ্ট রচনা গুলির প্রাচীন গ্রন্থে সরস্বতীকে বিভিন্ন উদ্দেশ্যে দেবতা হিসাবে আবাহন করা হয়েছে।★তাঁকে রোগ নিরাময়,সন্তানসন্ততি,সম্পদ এবং অন্যান্য আকাঙ্ক্ষা প্রদানের জন্য অনুসন্ধান করা হয় এবং ★এমনকি যজুর্বেদে একজন চিকিৎসক হিসাবে বিবেচিত হন। কিংবদন্তি গুলি বিকশিত হওয়ার সাথে সাথে সরস্বতীর ভূমিকা প্রসারিত হয়।একটি গল্পে👉👉👉👉👉 তিনি বাকের রূপ ধারণ করেন,একজন নারী যিনি গন্ধর্ব'দের কাছ থেকে চুরি করা ঐশ্বরিক পানীয় সোম উদ্ধার করেন,যা নারীদের প্রতি আকর্ষণের জন্য পরিচিত স্বর্গীয় প্রাণী।★★★মহাভারতে সরস্বতীর এমন উল্লেখও পাওয়া যায়,যেখানে তিনি ইন্দ্রের সভায় উন্নতি করেন,ঋষিদের উপদেশ দেন,ভগবান শিবের🔱 তিনটি শহরের ধ্বংসের সুবিধা দেন এবং যাজ্ঞবল্ক্য ঋষির কাছে একটি দর্শন হিসেবে আবির্ভূত হন। সরস্বতীর বহুমুখী প্রকৃতি,প্রজ্ঞা, সৌন্দর্য এবং বীরত্বপূর্ণ কাজগুলি,তাঁকে প্রাচীন ভারতীয় পৌরাণিক কাহিনীর বিভিন্ন দিক জুড়ে সম্মানিত করে,ব্যক্তিত্বপূর্ণ করে তোলে। ..... ওঁ নমঃ শ্রী শ্রী সরস্বতী দেব্যায়াই নামহ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏অনেক কিছু লেখার,যা শেষ হবার নয়...❕কিছুটা ভিডিও পোষ্টে অনুরণন হবে ❕....এই দিনে আমার দিদিভাই এর কথা বেশি মনেপড়ে...আমি সারাদিন তাঁর কথা ভবি।সেই ছেঁড়া রামায়ন,মহাভারত,বেদ,পূরণ আরো কত কি...‼️‼️‼️ কী অসাধারণ.....‼️তিনি আমাকে আজও স্বর্গ থেকে আশীর্বাদ করেন ।😳😱😱😳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎹🥁🎻🎸📓📕📘📙🖋️🖍️✒️✒️🖌️✒️✒️🖍️🥁🥁🎻🎻🎸🎸📓📕📘📙🖋️ #শুভেচ্ছা #ভক্তি #🦢শুভ সরস্বতী পুজো ২০২৬🪕 #🦢শুভ সরস্বতী পুজো ২০২৬🪕 #🪕জয় মা সরস্বতী 🦢 #🪕জয় মা সরস্বতী 🦢 #🙏🪕সরস্বতী পুজোর স্ট্যাটাস🪕🙏