Dhoni
745 views
2 months ago
#🥰জয় শ্রীকৃষ্ণ🙏 #জয় গোপাল #🙏🌺❤️ জয় গোপাল 🙏🌺❤️ #জয় শ্রীকৃষ্ণ #জয় শ্রী কৃষ্ণ 🌿 . 🕉️⚛️💗 #সনাতন_ধর্ম 💗⚛️🕉️ ⚜️🔔💓🙏 #শুভ_রাস_পূর্ণিমা 🙏💓 🔔⚜️ #জয়_শ্রী_কৃষ্ণ_challenge ⛳❤️ *─⊱✼ #জয়_শ্রী_কৃষ্ণ ✼⊰─* *─⊱✼ #जय_श्री_कृष्णा ✼⊰─* •──◉✦💠 #ঐশীলীলা 💠✦◉──• *─⊱✼ 💓🙏#রাধে_রাধে 🙏💓 ✼⊰─* ✧════════•❁❀❁•════════✧ 🧡⚜️🕉️ আজ শুক্রবার 07/11/2025 🕉️⚜️🧡 আজ কার্তিক মাসের ২০ তারিখ শুক্রবার ✧════════•❁❀❁•════════✧ *•─◎⃝◎❛ #বস্ত্রহরণ_ঐশীলীলা❜◎⃝◎─•* •─✻❤! #গোপীদের_বস্ত্রহরণ !❤✻─• 🌹🌿 আমরা জানি, ব্রজধামে যমুনার জলে গোপীরা স্নান করার সময়, বালক কৃষ্ণ তাদের বস্ত্র হরণ করেছিলেন । অনেকে এই ঐশীলীলাকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে থাকে । আমরা এই গোপীদের বস্ত্র হরণ সম্পর্কে সংক্ষেপে জানার চেষ্টা করবো । 🌹🌿 আগে দেখি গোপী কারা ? যাঁরা গোপণে,শয়নে, স্বপনে কিংবা জাগারণে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন । কৃষ্ণগতা হয়ে, তাঁর ধ্যানে আচ্ছন্ন থাকেন, তাঁরাই গোপী । তাই গোপীরা শ্রীগোবিন্দের অতি প্রিয়। তাঁরাই প্রকৃত কৃষ্ণভক্ত । 🌹🌿 বস্ত্রহরণ বলতে আমরা বুঝি, শরীর আচ্ছাদিত বস্ত্র বা কাপড় খুলে নেয়া । ➤ আসলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক বস্ত্রহরণ তা নয় । আমাদের আত্মা পঞ্চ আবরণে ঢাকা । 🔹 যা'হলো ●──? *✦ ক) #অন্নময় ,🌿❤* *✦ খ) #মনোময় ,🌿❤* *✦ গ) #প্রাণময় ,🌿❤* *✦ ঘ) #বিজ্ঞানময় 🌿❤* *✦ ঙ) #আনন্দময়_কোষাবরণ ।🌿❤* 🌹🌿 মূলতঃ দেহস্থ আত্মা এমনতর পঞ্চ কোষাবরণে আবরিত । পরমাত্মারূপী শ্রীভগবানকে পেতে হলে, জীবাত্মাকে এ পঞ্চ বন্ধন হতে মুক্ত হতে হয় । সাধক সাধনায় ধীরে ধীরে এ আবরণ উন্মোচন করে, মনকে অন্তর্মুখি করেন । সাধক, ভক্তদের কাছে এটাই প্রকৃত বস্ত্র হরণ । 🌹🌿 ভগবান শ্রীকৃষ্ণ তাঁর ভক্তদের মন ও দেহ থেকে সকল কলুষতা, অজ্ঞানতা, অহমিকা, গরিমা, হিংসা ইত্যাদি দুর করার জন্যই এই ঐশীলীলার অবতরণা করেন । 🌹🌿 আশাকরি যাদের ভ্রান্ত ধারণা আছে বা যারা না জেনে অনেকের নিকট বিব্রত হয়ে পড়ে, তাদের উপকারে আসবে এই পোষ্টটা । *•─◎🔷🔹❛ #হরে_কৃষ্ণ ❜🔹🔷◎─•* 🙏🏻 পরমকরুনাময়, গোলোকপতি, সচ্চিদান্দ #ভগবান #শ্রীকৃষ্ণ ও তাঁর একান্ত হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারাণীসহ সকল গোপগোপী ও ভক্তদের শ্রীচরণে প্রার্থনা, সবার জীবন মঙ্গলময়, কল্যাণময়, শান্তিময় আর আনন্দময়তার সাথে সুন্দরময় করুন । *•••••••••┈┉━❀❈🙏🏼⚛️🙏🏼❈❀━┉┈•••••••••* #হরে_কৃষ্ণ_হরে_কৃষ্ণ_কৃষ্ণ_কৃষ্ণ_হরে_হরে ! #হরে_রাম_হরে_রাম_রাম_রাম_হরে_হরে । । 🙏🙏 #জয়_শ্রী_কৃষ্ণ 🙏🙏 🙏 #রাধে_রাধে 🙏 *🧚‍♂️⋆⃝ 𝄞🧚‍♂️ #হরে_কৃষ্ণ 🧚‍♂️𝄞⋆⃝🧚‍♂️* *_━────⊱❉✸❉⊰─────━_* ❀❈🙏🏼⚛️🙏🏼❈❀